সিলেটে বিশ্রামের এক দিন

প্রথম ও দ্বিতীয় টি–টোয়েন্টির মাঝে এক দিনের বিরতি। ঐচ্ছিক অনুশীলনের সুযোগ থাকলেও বাংলাদেশ ও শ্রীলঙ্কার বেশির ভাগ খেলোয়াড় আজ সিলেটের হোটেলে অনেকটা ছুটির মেজাজে কাটিয়েছেন। হোটেলে দুই দলের কাটানো কিছু মুহূর্ত নিয়েই আজকের এই আয়োজন—
১ / ৭
প্রথম টি–টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে যাওয়া শ্রীলঙ্কা দল এমনিতেই ফুরফুরে মেজাজে আছে। এর সঙ্গে আজ আনন্দের উপলক্ষ এনে দিয়েছে দলটির প্রধান কোচ ক্রিস সিলভারউডের ৪৯তম জন্মদিন। হোটেলকক্ষে চকলেট কেক নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে সিলভারউডকে সারপ্রাইজই দিয়েছেন ম্যাথুস–মেন্ডিসরা
এক্স
২ / ৭
পাঞ্জাবি পরা মাহমুদউল্লাহ এভাবেই ক্যামেরায় ধরা পড়লেন
শামসুল হক
৩ / ৭
হোটেলের লবিতে মোস্তাফিজুর রহমান (মাঝে), এনামুল হক (বাঁয়ে) ও মেহেদী হাসান
প্রথম আলো
৪ / ৭
প্রথম টি–টোয়েন্টিতে ২১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি ৩টি ক্যাচ নিয়েছেন চারিত আসালাঙ্কা। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাচসেরাও হয়েছেন। এখন থেকে দলের সেরা খেলোয়াড়কে উজ্জীবিত করতে কমলা রঙের ক্যাপ ও সোনালি রঙের কয়েন উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। প্রথমবার এই পুরস্কার জিতেছেন আসালাঙ্কাই। তাঁর হাতে উপহার তুলে দেন দলের ফিল্ডিং কোচ উপল চন্দনা
এক্স
৫ / ৭
শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে গত ডিসেম্বরে দায়িত্ব নিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। লঙ্কান এই কিংবদন্তি আজ বিকেলে সিলেটে পৌঁছার পর হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হন
শামসুল হক
৬ / ৭
হোটেল–সংশ্লিষ্ট এক ব্যক্তির সঙ্গে কোনো এক বিষয় নিয়ে আলোচনা করছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন
প্রথম আলো
৭ / ৭
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের মুঠোফোন নিয়ে ব্যস্ত ছিলেন
প্রথম আলো