দ্বিতীয় টি–টোয়েন্টি জিতে সিরিজ বাঁচিয়ে রাখতে পারবে বাংলাদেশ?

ফেবারিট হিসেবে খেলতে নেমে জিম্বাবুয়ের কাছে প্রথম টি–টোয়েন্টিতে হেরে গেছে বাংলাদেশ। ১৭ রানের হারে বোলিং–ব্যাটিং কোনোটিতেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক আধিপত্যের কোনো ছাপ ছিল না।

আজ অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ বাংলাদেশের সামনে। সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি যে আজই। হারারেতে দ্বিতীয় টি–টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচিয়ে রাখার প্রত্যয়ের কথাও বলেছেন বাংলাদেশের খেলোয়াড়েরা।

পাঠক, আপনি কি মনে করেন, বাংলাদেশ কি দ্বিতীয় টি–টোয়েন্টি জিততে পারবে?