প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্টে সোনা জিতে পদক তালিকায় চীনকে পেছনে ফেলল যুক্তরাষ্ট্র। প্যারিসে চীন ও যুক্তরাষ্ট্র, দুই দলই সোনা জিতেছে সমান ৪০টি করে। তবে রুপা ও ব্রোঞ্জ জয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় পদক তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্রের নাম। এ নিয়ে টানা চারটি অলিম্পিক সবার ওপরে থেকে শেষ করল অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী দেশটি।
৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জসহ মোট ১২৬টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। চীন জিতেছে ৪০টি সোনা, ২৭টি রুপা, ২৪টি ব্রোঞ্জসহ ৯১টি পদক। এশিয়ার দেশ জাপান ২০টি সোনা জিতে তৃতীয় হয়েছে। ১২টি রুপা, ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক জিতেছে দলটি।
তিন বছর আগে টোকিওতেও শীর্ষ তিনে ছিল এই তিন দেশ। টোকিও অলিম্পিকে ৩৯টি সোনা জিতে প্রথম হয়েছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় হওয়া চীন পেয়েছিল ৩৮টি সোনা, স্বাগতিক জাপান তৃতীয় হয়েছিল নিজেদের রেকর্ড ২৭টি সোনা জিতে।
প্যারিসে পদক জিতেছে ৮৯টি দেশ। এর বাইরে রিফিউজি দল ও দেশের পরিচয় ছাড়া অ্যাথলেটরাও জিতেছেন পদক। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে পদক জিতেছে পাকিস্তান ও ভারত। নিজেদের অলিম্পিক ইতিহাসে এবারই প্রথম ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছে পাকিস্তান। জ্যাভেলিন থ্রোতে টোকিওর সোনাজয়ী ভারতীয় নিরজ চোপরাকে পেছনে ফেলে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন দেশটির আরশাদ নাদিম। পদক তালিকার ৬২তম স্থানে জায়গা পেয়েছে দলটি। ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জ জিতে ভারত হয়েছে ৭১তম।
শীর্ষ দল যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১৪টি সোনা জিতেছে অ্যাথলেটিকসে। চীন সর্বোচ্চ ৮টি সোনা জিতেছে ডাইভিংয়ে। তৃতীয় হওয়া জাপানিরা সর্বোচ্চ ৮টি সোনা জিতেছে কুস্তিতে।