ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর সঙ্গে কাকা

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ১১
‘ম্যাচের উত্তেজনা ম্যাচের জায়গায়, কিন্তু এরপর নির্ভার থাকাটা জরুরি’, ক্যাপশনে লিখেছেন শাদাব খান। ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচের শেষ ওভারের সময় পাকিস্তান ড্রেসিংরুমের একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শাদাবদের স্বাভাবিকভাবেই সেখানে দেখা গেছে উত্তেজিত। তবে ম্যাচের পর কী জরুরি, সেটিই যেন মনে করিয়ে দিলেন এ লেগ স্পিনার। বাবর আজম ও হারিস রউফের সঙ্গে ছবিটি পোস্ট করে এটিও লিখেছেন, মাঠে কিংবা মাঠের বাইরে এ দলটি একতাবদ্ধ।
টুইটার
২ / ১১
সর্বশেষ সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার জয়েঘ গোল করেছেন রবার্ট লেভানডফস্কি। লা লিগায় সময়টা ভালোই কাটছে তাঁর। তবে ম্যাচের পর ‘রিকভারি’ জরুরি, সেটি মনে করিয়ে দিয়েছেন তিনিও। কুকুরের সঙ্গে সময় কাটিয়ে সেটিই করছেন পোলিশ তারকা।
ইনস্টাগ্রাম
৩ / ১১
বড় হয়ে কী হবে করিম বেনজেমার ছেলে? রিয়াল মাদ্রিদের অধিনায়কের চাওয়া যে ছেলে ফুটবলার হোক, সেটি স্পষ্ট এ ছবিটার ক্যাপশনেই। রিয়ালের অনুশীলনে বেনজেমার সঙ্গী ছেলে, এ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঠিক পথেই আছে।’
ইনস্টাগ্রাম
৪ / ১১
আজ ২২ পূর্ণ করলেন ভারত ক্রিকেটার জেমিমা রদ্রিগজ। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক ক্রিকেটার স্মৃতি মান্ধানা। মাঠের বাইরেও দুজনের সম্পর্ক বোনের মতো, এর আগেও সেটি জানিয়েছেন তাঁরা।
ইনস্টাগ্রাম
৫ / ১১
ইউএস ওপেনে খেলছেন না করোনাভাইরাসের টিকা না নেওয়াতে। তবে কোর্টের বাইরে সময়টা পরিবারের সঙ্গে উপভোগই করছেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী নোভাক জোকোভিচ। মেয়ে টারা পূর্ণ করেছে পাঁচ বছর। সার্বিয়ান তারকার স্ত্রী জেলেনা লিখেছেন, ‘সন্তুষ্ট থাকার জন্য কত কিছু আছে! টারা পাঁচ পূর্ণ করল, আমরা সবাই একসঙ্গে ছিলাম, সবাই সুস্থ আছি!’
ইনস্টাগ্রাম
৬ / ১১
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে বাদ পড়েছেন, শেষ হয়ে গেছে টেনিসের একটি অধ্যায়। কোর্টের ব্যস্ততা শেষে সময়টা এভাবেই কাটছে সেরেনা উইলিয়ামসের।
ইনস্টাগ্রাম
৭ / ১১
অন্তর্বাসের বিজ্ঞাপনে টটেনহাম ও দক্ষিণ কোরিয়ার ফুটবল তারকা সন হিউ-মিন।
ইনস্টাগ্রাম
৮ / ১১
‘মুড’, মেসির সঙ্গে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন নেইমার। সে ‘মুড’ কেমন, সেটি তো বোঝা যাচ্ছে ছবিটি দেখেই!
ইনস্টাগ্রাম
৯ / ১১
৮৬ বছর বয়সে মারা গেছেন ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক রবার্তো কারমোনা। পেলের মনে হচ্ছে, এই তো সেদিন কারমোনাকে সাক্ষাৎকার দিলেন তিনি। দুটি ছবি পোস্ট করে কারমোনাকে শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিল কিংবদন্তি।
ইনস্টাগ্রাম
১০ / ১১
ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি দেখতে গিয়েছিলেন কাকা। দুই দলের ব্রাজিলিয়ান খেলোয়াড়দের পাশাপাশি পোস্ট করেছেন রোনালদোর সঙ্গে তোলা এ ছবিটিও। লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা হলে সব সময়ই ভালো লাগে ব্রো।’
ইনস্টাগ্রাম
১১ / ১১
কাকার যেমন তাঁর সঙ্গে, তেমনি রোনালদোর ভালো লাগে ভক্তদের সঙ্গে সময় কাটাতে। ভক্তদের অটোগ্রাফের দাবি মেটানোর এ ছবি দিয়ে রোনালদো লিখেছেন, ‘আপনাদের সঙ্গে সব সময়ই ভালো লাগে।’ এরপর তাঁর দেওয়া হ্যাশট্যাগের অর্থ, ‘সব সময়ই একসঙ্গে!’
ইনস্টাগ্রাম