ফটো ফিচার: ভারত–পাকিস্তান ম্যাচে কিংবদন্তিদের মিলনমেলা

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে দুবাইয়ে যেন তারার মেলা বসেছে। মাঠে কোহলি–রোহিত–বাবর–রিজওয়ানরা লড়ছেন। আর মাঠের বাইরে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করছেন ওয়াসিম–ওয়াকার–শোয়েব–জাদেজা। আজ ভারত–পাকিস্তান ম্যাচে মাঠে ও মাঠের বাইরের নির্বাচিত ছবি—
১ / ৮
স্ত্রী দেভিস্কা শেঠিকে নিয়ে ভারত–পাকিস্তান ম্যাচ উপভোগ করতে দুবাইয়ে গেছেন ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব
ইনস্টাগ্রাম
২ / ৮
শুবমান গিলকে ফিরিয়ে আবরার আহমেদের খোঁচা দেওয়া উদ্‌যাপন। ফেরার আগে ৪৫ রান করেছেন ভারতীয় ওপেনার
রয়টার্স
৩ / ৮
প্রতিপক্ষের জুতার ফিতা বেঁধে দেওয়া ক্রিকেটীয় শিষ্টাচারের অংশ। আজ ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহর জুতার ফিতা বেঁধে দিলেন ভারতের তারকা ব্যাসটম্যান বিরাট কোহলি
এএফপি
৪ / ৮
চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে না ভারতীয় পেসার যশপ্রীত বুমরার। এরপরও অবশ্য মুখে হাসি লেগে আছে তাঁর। আজ যে বুঝে পেয়েছেন আইসিসি বর্ষসেরার চার ট্রফি
ইনস্টাগ্রাম
৫ / ৮
আগাগোড়া সবুজে মোড়া এক পাকিস্তানি সমর্থক। খেলোয়াড়দের উৎসাহ দিতে এমন রঙিন রূপেই তিনি হাজির হয়েছিলেন গ্যালারিতে
এএফপি
৬ / ৮
ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে মাথার ওপরে পতাকা উড়িয়ে মাঠে ঢুকছেন এক ভারতীয় দর্শক
রয়টার্স
৭ / ৮
বিরাট কোহলির সেঞ্চুরি ও ম্যাচ জয়ের যুগপৎ উদ্‌যাপন
এএফপি
৮ / ৮
ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে দুবাইয়ে যেন তারার মেলা বসেছে। মাঠে কোহলি–রোহিত–বাবর–রিজওয়ানরা লড়ছেন। আর মাঠের বাইরে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করছেন ওয়াসিম–ওয়াকার–শোয়েব–জাদেজা
ইনস্টাগ্রাম