পরিবারের সঙ্গে ছুটিতে রোনালদো আর জিদান-বেকহামের ‘বন্ধুত্ব’

পরিবারের সঙ্গে দারুণ সময় কাটছে রোনালদোর। জিদানের সঙ্গে বন্ধুত্ব কেমন জানালেন বেকহাম। ঘাম ঝরাচ্ছেন মোহাম্মদ সালাহ। সন্তানসম্ভবা প্রেমিকার কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৬
স্ত্রীর সঙ্গে অবকাশ বেশ দারুণভাবেই কাটাচ্ছেন রোহিত শর্মা। নিজেদের ঘোরাঘুরির ছবিও নিয়মিত পোস্ট করেছেন ভারত অধিনায়ক
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
প্রযুক্তির সাহায্য নিয়ে ঘাড়ে ম্যাসাজ নিচ্ছেন মারিয়া শারাপোভা। এই সেবা আবারও নিতে চান বলে জানিয়েছেন গ্র্যান্ড স্ল্যামজয়ী সাবেক এই টেনিস তারকা
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটি দিয়ে সন্তানসম্ভবা প্রেমিকার কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। ক্যাপশনে এই পিএসজি তারকা লিখেছেন, ‘ব্রুনা, আমি এটা তোমাদের (বিয়ানকার্দি এবং সন্তান) জন্য করছি। অসমর্থনীয় বিষয়কে যৌক্তিক বানানোর চেষ্টা করছি। এটা করার প্রয়োজন ছিল না। কিন্তু তোমাকে আমার জীবনে প্রয়োজন। আমি জানি, এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা আমার পাশে থাকতে চাও। আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
ক্লাব ফুটবল ও জাতীয় দলের ব্যস্ততা নেই। বেশির ভাগ ফুটবলাররা এখন ছুটিতে। লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ অবশ্য ঘাম ঝরিয়ে পরের মৌসুমের জন্য প্রস্তুত করছেন নিজেকে
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের নিয়ে ছুটির সময়টা যে রোনালদোর দারুণ কাটছে, তা এ ছবিতেই স্পষ্ট
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
তোমার সঙ্গে সাক্ষাৎটা সব সময় আনন্দের, বন্ধু—এই ক্যাপশন দিয়ে জিনেদিন জিদানের সঙ্গে ছবিটি পোস্ট করেছেন ডেভিড বেকহাম। রিয়াল মাদ্রিদের ‘গ্যালাকটিকোস’ দলের অন্যতম দুটি তারা ছিলেন এই দুজন
ছবি: ইনস্টাগ্রাম