ঢাকায় অস্ট্রেলিয়া, ব্যাট হাতে জয়াসুরিয়া

কাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ–শ্রীলঙ্কা। সিরিজনির্ধারণী ম্যাচটি ঘিরে দুদলই আজ অনুশীলন করেছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ দিকে বাংলাদেশের বিপক্ষে সাদা বল ক্রিকেটের সিরিজ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। ছবিতে দেখুন খেলার দুনিয়ার নানা মুহূর্ত—
১ / ৭
না, জামাল মুসিয়ালা শূন্য থেকে উড়ে নামেননি। বুন্দেসলিগায় ডার্মস্টাটের বিপক্ষে জার্মান মিডফিল্ডার বলের নাগালের পেতে যেটুকু লাফিয়েছেন, তাতে জালের পেছনে থাকা ক্যামেরায় ধরা পড়েছে এমন চিত্র
এএফপি
২ / ৭
কার সঙ্গে কী কথা হচ্ছিল, হাথুরুসিংহেই ভালো জানেন। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
প্রথম আলো
৩ / ৭
দেখো চুলের বাহার...। ফ্রেঞ্চ লিগ আঁ-র ম্যাচে ক্লেমন্ত-ফেরান্ডের নেতো বোর্জেসের সঙ্গে বল দখলের লড়াইয়ে লা হাবরির ইমানুয়েল স্যাবি (বাঁয়ে)
এএফপি
৪ / ৭
তিনি বোলার। ইদানীং ব্যাটিংটাও মন্দ করেন না। তাই বলে তিন ব্যাট নিয়ে অনুশীলনে! চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলনে এভাবেই আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়লেন তাসকিন আহমেদ
প্রথম আলো
৫ / ৭
কাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বোলিং করার পরিকল্পনা আছে নাকি নাজমুল হোসেনের? আজ অনুশীলনে তিনি সময় নিয়েই হাত ঘুরিয়েছেন। নাজমুল আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবার বল হাতে নিয়েছেন, সর্বশেষ গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে
প্রথম আলো
৬ / ৭
বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আজ ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডে ২১ মার্চ মিরপুরে
বিসিবি
৭ / ৭
শ্রীলঙ্কা দলে সনাৎ জয়াসুরিয়ার এখনকার ভূমিকা প্রধান নির্বাচকের। তবে হাতের কাছে ব্যাট থাকলে কি আর না নিয়ে পারেন! শ্রীলঙ্কা দলের অনুশীলনের এক ফাঁকে কাউকে কিছু দেখাতে হোক বা নিছক মজার ছলে, ব্যাট হাতে নিলেন সাবেক লঙ্কান ওপেনার। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
শামসুল হক