ছবির গল্পে বাংলাদেশের ৮ উইকেটের জয় ও সৌম্যর নটআউট-বিতর্ক

প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানে হেরে যাওয়ায় সিরিজে ফিরতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নাজমুল হোসেনরা জিতেছেন ৮ উইকেটের বড় ব্যবধানে। বাংলাদেশের দাপুটে জয়ের ম্যাচটিতে ছিল আম্পায়ারের সিদ্ধান্ত ঘিরে বিতর্কও। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় দেখে নেওয়া যাক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির নানা রঙের ছবি।
১ / ১৬
প্রথম টি-টোয়েন্টির মতো আজও টসের ভাগ্যপরীক্ষায় জিতেছেন নাজমুল হোসেনই। এবারও বেছে নিয়েছেন বোলিং
প্রথম আলো
২ / ১৬
প্রথম ওভারই মেডেন করেন শরীফুল ইসলাম। পরের ওভারে এসে চতুর্থ বলে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। ম্যাচে বাংলাদেশের জয়ের সুরটা বেঁধে দেন পেসাররাই
প্রথম আলো
৩ / ১৬
শুরুতে উইকেট হারালেও শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় দুই মেন্ডিস—কুশল ও কামিন্দুর ব্যাটে। অষ্টম ওভারে সৌম্য সরকারকে বোলিংয়ে আনেন অধিনায়ক। আর সে ওভারেই কট বিহাইন্ড কুশল (২২ বলে ৩৬, স্ট্রাইক রেট ১৬৩)! সৌম্যর উদ্‌যাপনটা ছিল দেখার মতোই
প্রথম আলো
৪ / ১৬
কুশল আউট হওয়ার পরের ওভারে কামিন্দুকেও হারায় শ্রীলঙ্কা। ২৭ বলে ৩৭ রান করা কামিন্দু রান আউট হন মেহেদী হাসান-রিশাদ হোসেনের যৌথ প্রচেষ্টায়
প্রথম আলো
৫ / ১৬
শ্রীলঙ্কার রান দেড় শর ওপারে নিয়ে যায় অ্যাঞ্জেলো ম্যাথুস-চারিত আসালঙ্কার চতুর্থ উইকেট জুটি। এর মধ্যে ২১ বলে ৩২ রানে অপরাজিত থাকেন ম্যাথুস
প্রথম আলো
৬ / ১৬
১৬৫ রান তাড়ায় ইনিংস উদ্বোধনে লিটন দাসের সঙ্গী হন সৌম্য সরকার
প্রথম আলো
৭ / ১৬
প্রথম টি-টোয়েন্টিতে কোনো রান তোলার আগেই জুটি ভেঙেছিল। তবে আজ লিটন-সৌম্য দুজনই করেন ভালো শুরু
প্রথম আলো
৮ / ১৬
চতুর্থ ওভারের প্রথম বলেই নাটকীয়তা। বিনুরা ফার্নান্দোর বলে পুল করতে গেলে ব্যাটে নিতে পারেননি সৌম্য। আম্পায়ার আউট দিলে তাৎক্ষণিকভাবে নেন রিভিউ
প্রথম আলো
৯ / ১৬
টেলিভিশন আম্পায়ারের সিদ্ধান্ত আসার আগেই আল্ট্রা এজে স্পাইক দেখে আউট ভেবে ডাগআউটের দিকে হাঁটা ধরেন সৌম্য। যদিও পরে টেলিভিশন আম্পায়ারের সিদ্ধান্ত এসেছে ভিন্ন
প্রথম আলো
১০ / ১৬
তৃতীয় আম্পায়ারের নটআউটের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠের আম্পায়ারদের সঙ্গে কথা বলেন শ্রীলঙ্কার খেলোয়াড়েরা। সিদ্ধান্ত অবশ্য বহালই থেকেছে
প্রথম আলো
১১ / ১৬
সৌম্য ‘নতুন জীবন’ পেয়েও ইনিংস বড় করতে পারেননি (২২ বলে ২৬), তবে লিটন ছিলেন স্বচ্ছন্দ। পাতিরানার বলে আসালঙ্কার হাতে ক্যাচ দেওয়ার আগে ২৪ বলে খেলেন ৩৬ রানের ইনিংস, যাতে ১টি ছয়ের সঙ্গে ছিল ৫ চার
প্রথম আলো
১২ / ১৬
৮৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশকে বাকিটা পথ পার করিয়ে দেন নাজমুল হোসেন-তাওহিদ হৃদয়। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুজনে তোলেন ৮৭ রান
প্রথম আলো
১৩ / ১৬
২৫ বলে ৩২ রান করেন তাওহিদ হৃদয়
প্রথম আলো
১৪ / ১৬
ছয় মেরে জয় নিশ্চিতের পাশাপাশি ফিফটি পূর্ণ করেন নাজমুল হোসেন
প্রথম আলো
১৫ / ১৬
১১ বল হাতে রেখেই জয়। সেই সঙ্গে সিরিজেও সমতা আনন্দ নাজমুল–হৃদয়ের
প্রথম আলো
১৬ / ১৬
৮ উইকেটের জয়ে ম্যাচসেরার স্বীকৃতি উঠেছে অধিনায়ক নাজমুলের হাতেই
প্রথম আলো