আইপিএলে বোলারদের জন্য শুধু ‘ভয়ের উপাদান’ আছে

কলকাতার বিপক্ষে কাল ৬০ রান দিয়েছেন পাঞ্জাব অধিনায়ক স্যাম ক্যারেন, যা আইপিএলে কোনো অধিনায়কের সবচেয়ে খরুচে বোলিংবিসিসিআই

এবারের আইপিএলের শুরু থেকে ব্যাটসম্যানদের তাণ্ডব দেখে আঁচ করা যাচ্ছিল, কোনো সংগ্রহই নিরাপদ নয়। শেষ পর্যন্ত হচ্ছেও তা–ই।

ইডেন গার্ডেনে কাল রাতে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২৬২ রানের লক্ষ্য ৮ বল আর ৮ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলেছে পাঞ্জাব কিংস, যা এখন স্বীকৃত টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড

রানবন্যার এ ম্যাচে আরও একগাদা রেকর্ড হয়েছে। সেসব রেকর্ডের জাঁতাকলে পিষ্ট হয়েছেন বোলাররা। কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকাট মনে করেন, ব্যাটসম্যানদের এই একপেশে দাপটে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন বোলাররা। এ থেকে বেরোনোর উপায় খুঁজে বের করতে না পারলে রান–উৎসব চলতেই থাকবে।

সংবাদ সম্মেলনে কলকাতার ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকাট
বিসিসিআই

কাল ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলেন কলকাতার প্রতিনিধি হয়ে যাওয়া টেন ডেসকাট বলেছেন, ‘আমি মনে করি যেভাবে ব্যাটিং (তাণ্ডব) চলছে, তা সব প্রতিযোগিতাকে ছাড়িয়ে গেছে। বোলারদের জন্য যদি কিছু থেকে থাকে, তা হলো ভয়ের উপাদান। আমার মনে হচ্ছে, বোলারদের সঙ্গে উল্টো কিছু ঘটছে। ওদের জন্য এমন বিস্ময়কর অভিজ্ঞতা একেবারেই নতুন। ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করছে, তা দেখে মনে হচ্ছে বোলাররা এক ধাপ পিছিয়ে যাচ্ছে। সুনীল (নারাইন) দুর্দান্ত বোলিং করছে। কিন্তু বাকি বোলাররা তাঁদের পারফরম্যান্স নিয়ে হতাশ হবে।’

আরও পড়ুন

ব্যাটসম্যানদের থামাতে হলে বোলারদের সাহসী হতে হবে বলে মত টেন ডেসকাটের, ‘ব্যাটসম্যানদের থামানোর উপায় আমাদের খুঁজে বের করতে হবে। এই লড়াইয়ে পাল্লা দিতে হলে বোলারদের যথেষ্ট সাহসী হতে হবে। রানের এই স্রোত আটকাতে না পারলে এমনটা চলতেই থাকবে।’ বোলারদের ভালো করতে হলে দলগুলোকে দ্রুত কন্ডিশন পড়তে পারার সক্ষমতাও অর্জন করতে হবে বলে মনে করেন তিনি।

এবার ব্যাটসম্যানরা কেন খুনে মেজাজে ব্যাট করছেন, সেটার অন্যতম কারণও জানিয়েছেন কারও কারও চোখে নেদারল্যান্ডস ইতিহাসের সেরা ক্রিকেটার টেন ডেসকাট। ৪৩ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডার মনে করেন, ইমপ্যাক্ট খেলোয়াড়ের উপস্থিতি ব্যাটসম্যানদের মানসিকতা বদলে দিয়েছে। ব্যাটসম্যানরা শুরু থেকেই উচ্চ–ঝুঁকি নিচ্ছে।

ব্যাটসম্যানদের তাণ্ডব থামাতে বোলারদের সাহসী হওয়ার পরামর্শ দিয়েছেন টেন ডেসকাট
বিসিসিআই

তবে ব্যাটসম্যানদের একচেটিয়া দাপট দেখে তিনি উদ্বিগ্ন নন, ‘প্রতিযোগিতাজুড়ে বোলিং করাটা উদ্বেগের বিষয় নয়। আমরাও উদ্বিগ্ন নই। যেমনটা আগেও বলেছি, ছেলেদের এটি বন্ধ করার উপায় খুঁজে বের করতে হবে। তারা সেটা করতে গিয়ে অনেক সময় নিচ্ছে। তবে রান থামানোর চেষ্টা আমরা চালিয়ে যাব।’

আরও পড়ুন

পাঞ্জাব ২৬২ রান তাড়া করে জিতে যাবে—এমনটা কল্পনাতেও আসেনি টেন ডেসকাটের, ‘ওরা ২৬২ রান করে ফেলবে, এটা বলতে গেলে ধারণার বাইরে। আমরা যখন আগে ব্যাট করেছি, তখনো ভাবিনি এত রান করব। কিন্তু দলে যখন একজন অতিরিক্ত ব্যাটসম্যান (ইমপ্যাক্ট খেলোয়াড়) থাকে, তখন শুরু থেকে শেষ পর্যন্ত একই গতিতে রান তোলার মানসিকতা তৈরি হয়।’