ছবিতে বাংলাদেশের রাওয়ালপিন্ডি-জয়

রাওয়ালপিন্ডিতে আজ নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে পাকিস্তানকে। চতুর্থ দিন পর্যন্ত ঘটনাহীন থাকা ম্যাচ পঞ্চম দিনে বাংলাদেশ নিজেদের নাগালে নিয়ে এসেছে। ছবিতে দেখুন বাংলাদেশের রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের নানা মুহূর্তের ছবি—

১ / ৯
টেস্ট জয়ের দিনে বাংলাদেশকে উদ্‌যাপনের উপলক্ষ প্রথম এনে দেন হাসান মাহমুদ, ফেরান পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে
এএফপি
২ / ৯
বাবর আজম প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হতে পারতেন। তবে শুরুতে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও শেষ পর্যন্ত ২২ রানের বেশি করতে পারেননি। বোল্ড হন নাহিদ রানার বলে
এএফপি
৩ / ৯
বাংলাদেশের জয়ের পথে কাঁটা হয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ৫১ রান করা এই ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজকে সুইপ খেলতে গিয়ে এভাবেই বোল্ড হন
এএফপি
৪ / ৯
মিরাজকে অভিনন্দন জানাচ্ছেন সাকিব। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে নিয়েছেন এই দুজনই
এএফপি
৫ / ৯
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কিছু লাল-সবুজের সমর্থকও
পিসিবি
৬ / ৯
জয়সূচক রান এসেছে জাকিরের ব্যাট থেকে। সাদমানের স্বস্তির প্রকাশ
বিসিবি
৭ / ৯
‘মিশন কমপ্লিট’ করে আসা সাদমান, জাকিরকে অভিবাদন বাংলাদেশ অধিনায়ক নাজমুলের
এএফপি
৮ / ৯
জয়ের পর নিজেদের ডেরায় ফিরে আবশ্যিক ‘টিম ফটো’। এই ছবি পোস্ট করেছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসানরা
ইনস্টাগ্রাম
৯ / ৯
দলের সাফল্যের অংশ কোচিং স্টাফের সদস্যরাও। তাঁদের সঙ্গে নিয়েও ছবি তুললেন ক্রিকেটাররা
ইনস্টাগ্রাম