‘পিএসজির কোনো দুর্বলতা খুঁজে পাইনি’

জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।বায়ার্ন মিউনিখ ওয়েবসাইট
চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। মুখোমুখি বায়ার্ন মিউনিখ ও পিএসজি। এবারের টুর্নামেন্টের সেরা দুটি দল চোখ ধাঁধানো ফুটবল উপহার দেবে বলেই ভাবছেন বায়ার্ন মিউনিখ কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ফাইনাল নিয়ে কথা বলেছেন বায়ার্ন মিউনিখের ওয়েবসাইটে-
প্রশ্ন:

লিওঁর বিপক্ষে বায়ার্নের সেমিফাইনাল ম্যাচটি কীভাবে দেখেছেন?

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার:

টেলিভিশনে ম্যাচটি দেখে বায়ার্নের অন্য সব সমর্থকদের মতোই রোমাঞ্চিত হয়েছি। বার্সেলোনার বিপক্ষে ওরা যেভাবে খেলেছিল ঠিক সেভাবে খেলতে পারেনি এ ম্যাচে। তবে ও রকম পারফরম্যান্স (বার্সা ম্যাচ) লাখে একটা হয়। লিওঁর ম্যাচটাও মনে রাখতে হবে কারণ দল হিসেবে ওরাও বেশ শক্তিশালী। মার্শেইয়ে যখন ছিলাম তখন থেকেই ব্যাপারটা জানা আমার। তারা আবারও সেটির প্রমাণ দিয়েছে, বিশেষ করে ম্যাচের শুরুর দিকে—ম্যাচের প্রথম সুযোগগুলো কিন্তু ফরাসি দলটিই পেয়েছিল। ম্যানুয়েল নয়্যারকে দুর্দান্ত কিছু গোল বাঁচাতে হয়েছে। এরপর অবশ্য ব্যাভারিয়ানরা লাগাম হাতে তুলে নিয়ে আর হাতছাড়া করেনি। এমনই তো হওয়ার কথা, আর এটা খুব গুরুত্বপূর্ণও। আমরা তো প্রায়ই দেখি অসতর্কতা ও প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কারণে দলগুলো কীভাবে পা হড়কায়। তবে তারা (বায়ার্ন) মাথা ঠান্ডা রেখে কাজ শেষ করেছে। দলটার শুধু প্রশংসাই প্রাপ্য

প্রশ্ন:

পিএসজির বিপক্ষে ফাইনালটা বায়ার্নের জন্য কতটা কঠিন হতে পারে?

বেকেনবাওয়ার: আমি পিএসজির খেলা দেখেছি, ওরা দুর্দান্ত এক দল। এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে এটি। আমি দলটায় কোনো দুর্বলতা খুঁজে পাইনি। আমার মনে হয় ওরা খেলার ধরন একটু পাল্টাবে। আশা করছি দুই দলই খুব বেশি রক্ষণাত্মক হবে না, একে অন্যকে খুব বেশি সমীহ করবে না ও আগের ম্যাচগুলোর মতো মনকাড়া ফুটবল খেলবে। চমৎকার একটি ফাইনাল আশা করতেই পারি।

প্রশ্ন:

আপনি কি মনে করেন বায়ার্ন চ্যাম্পিয়নস লিগ জিততে পারে?

বেকেনবাওয়ার: সমশক্তির দুটি দলের মধ্যে হচ্ছে ফাইনাল। আমি বলব ৫০-৫০। মাঝেমধ্যে একটু ভাগ্যের ছোঁয়াও লাগে। বায়ার্ন সেটি পেয়ে গেলে ওরাই ম্যাচটি জিতবে।