রাজাকে বেকহামের মধু, শিরোপা উদ্‌যাপনে লেভানডফস্কি

রাজা তৃতীয় চার্লসকে মধু উপহার দিয়েছেন ডেভিড বেকহাম। ধর্মশালায় দালাই লামার সঙ্গে দেখা করেছেন জো রুট। আর রবার্ট লেভানডফস্কি দারুণ রাত কাটিয়েছেন বার্সেলোনার লা লিগা জয়ের উদ্‌যাপনে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৮
লা লিগার এবারের মৌসুম শেষ হয়নি এখনো। তবে বার্সেলোনার লিগ জেতা নিশ্চিত হয়েছে আগেই। চ্যাম্পিয়নদের নৈশভোজের অনুষ্ঠান ছিল। সেখানেই লা লিগার ট্রফির পাশে স্ত্রী অ্যানাসহ রবার্ট লেভানডফস্কি। ক্যাপশনে পোলিশ ফরোয়ার্ড লিখেছেন, ‘কী দারুণ একটি রাত।’
ইনস্টাগ্রাম
২ / ৮
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হয়েছে বেশ কয়েক দিন। তবে ইংল্যান্ডে ছুটি কাটাতে রয়ে গেছেন তাইজুল ইসলাম। লন্ডনের বিখ্যাত বিগ বেন টাওয়ারকে পেছনে রেখে তোলা এ ছবি পোস্ট করেছেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার
৩ / ৮
লিটন দাস মিস করছেন ইংল্যান্ডের সময়, আর ছবির এই মানুষদের
ইনস্টাগ্রাম
৪ / ৮
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন ডেভিড বেকহাম। উপলক্ষ্য—রানি এলিজাবেথের নামে প্রবর্তিত ব্রিটিশ ডিজাইন অ্যাওয়ার্ড। বেকহাম অবশ্য রাজার সঙ্গে খালি হাতে দেখা করেননি। সঙ্গে নিয়েছিলেন ঘরে বানানো মধু। আলোচনায় বেরিয়ে এসেছে, দুজনেরই এ ব্যাপারে বেশ আগ্রহ!
ইনস্টাগ্রাম
৫ / ৮
কদিন পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, আছে অ্যাশেজও। আপাতত মারনাস লাবুশেন ব্যস্ত গ্ল্যামারগনের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে। মেয়ের সঙ্গে এমন সকালই সেরা, অস্ট্রেলিয়া ব্যাটসম্যান মনে করিয়ে দিয়েছেন সেটি
ইনস্টাগ্রাম
৬ / ৮
আইপিএল খেলতে ভারতে মঈন আলী। যে ব্র্যান্ডের ব্যাট ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করেন, এই সুযোগে সেটির অফিস ঘুরে এসেছেন চেন্নাই সুপার কিংস ও ইংল্যান্ড অলরাউন্ডার। নিজেই দেখেছেন, কীভাবে কী হয়। ভারতীয় এ কোম্পানির সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত, সেটিও জানাতে ভোলেননি মঈন
ইনস্টাগ্রাম
৭ / ৮
পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে রাজস্থান রয়্যালস ধর্মশালায়। সেখানেই তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে দেখা করেছেন রাজস্থানের ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট। দালাই লামাকে একটি স্মারক ক্রিকেট বলও উপহার দিয়েছেন রুট
ইনস্টাগ্রাম
৮ / ৮
এখন লুইস হ্যামিল্টনের ব্যস্ত থাকার কথা ছিল ইতালির ইমোলা গ্রাঁ প্রিঁ নিয়ে। তবে সে অঞ্চলে বন্যার কারণে স্থগিত হয়ে গেছে রেস। নিজের ছোটবেলার এ ছবি শেয়ার করে সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন লিখেছেন, ‘সময় আর চাপে কী হয়?’
ইনস্টাগ্রাম