হানিফ মোহাম্মদের এই ৪৯৯ রানের ইনিংস ৩৫ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ হয়ে ছিল। পেছনে ফেলেছিলেন স্যার ডন ব্র্যাডম্যানের ৪৫২ রানের ইনিংসকে। ১৯৯৪ সালে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে ম্যাচে ৫০১ রানে অপরাজিত থেকে হানিফ মোহাম্মদের রেকর্ডটি ছাড়িয়ে যান।

হানিফ মোহাম্মদের ৪৯৯ বিখ্যাত হয়ে থাকলেও সে ম্যাচে একটা ভুলের শিকার হয়েছিলেন। দিনের শেষ ওভার শুরুর সময় স্কোরবোর্ডে হানিফের সংগ্রহ দেখাচ্ছিল ৪৯০ এর ঘরে। ওভারের যখন দুই বল বাকি, তখন স্কোরবোর্ডে তাঁর নামের পাশে রান লেখা ছিল ৪৯৬। আসলে তিনি তখন ৪৯৮ রানে ব্যাট করছিলেন। পঞ্চম বলে একটি রান নেওয়ার পর মিস ফিল্ডিংয়ের কারণে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে যান হানিফ। আউট হয়ে যখন ফিরছেন, তাঁর নামের পাশে দেখাচ্ছিল ৪৯৯। স্কোরবোর্ডের দায়িত্বে ছিলেন যিনি, সঠিক সংখ্যাটি খুঁজে না পাওয়ায় একটি রান বসাতে ভুলে গিয়েছিলেন। এই ভুলটা না হলে হয়তো হানিফ দ্বিতীয় রানের ঝুঁকি নিতেন না। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ রান করা প্রথম ব্যাটসম্যান হতে পারতেন।