কে হবেন কুল–বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ

বর্ষসেরা ক্রীড়াবিদের মনোনয়ন পেয়েছেন ফুটবলার রাকিব, স্প্রিন্টপার ইমরানুর ও ক্রিকেটার নাজমুল হোসেন

দেশের ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) হাত ধরেই। ১৯৬৪ সালে প্রথম এ পুরস্কার দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদার আসর ‘কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩’ অনুষ্ঠান।

এ পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন, ফুটবলার রাকিব হোসেন ও অ্যাথলেট ইমরানুর রহমান। এ বছর ১৬টি বিভাগে মোট ১৮ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। দেওয়া হবে অর্থ পুরস্কারও।

এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকায় নাজমুল হোসেন, ইমরানুর রহমান, শেখ মোরছালিনদের সঙ্গে আছেন ক্রিকেটার ফারজানা হক। সেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ২১ এপ্রিল ঘোষিত হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএসপিএর সভাপতি রেজওয়ান-উজ-জামান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের বিপণন প্রধান জেসমিন জামান। উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির প্রধান পরাগ আরমান ও সদস্যসচিব মাহবুব সরকার।

২১ এপ্রিল কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান।

পূর্ণাঙ্গ মনোনায়ন তালিকা

বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩

নাজমুল হোসেন (ক্রিকেট)

ইমরানুর রহমান (অ্যাথলেটিকস)

রাকিব হোসেন (ফুটবল)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড

নাজমুল হোসেন (ক্রিকেট)

ইমরানুর রহমান (অ্যাথলেটিকস)

শেখ মোরছালিন (ফুটবল)

ফারজানা হক (ক্রিকেট)

বর্ষসেরা পুরুষ ক্রিকেটার

নাজমুল হোসেন

বর্ষসেরা নারী ক্রিকেটার

ফারজানা হক

বর্ষসেরা ফুটবলার

রাকিব হোসেন

বর্ষসেরা অ্যাথলেট

ইমরানুর রহমান

বর্ষসেরা বক্সার

সেলিম হোসেন

বর্ষসেরা শুটার

কামরুন নাহার কলি

বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়

রামহিম লিয়ন বম

বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ

শেখ মোরছালিন (ফুটবল)

বর্ষসেরা দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

বর্ষসেরা সক্রিয় সংস্থা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

বর্ষসেরা কোচ

আলফাজ আহমেদ

বিশেষ সম্মাননা

মনজুর হোসেন মালু

তৃণমূল সংগঠক

মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন)

সেরা সংগঠক

হাবিবুর রহমান (কাবাডি)