ছবির গল্পে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়

গত বছর মাউন্ট মঙ্গানুইয়ের পর আজ সিলেট। টেস্টে নিউজিল্যান্ডকে আরেকবার হারিয়ে দিল বাংলাদেশ। সেটাও সাকিব–তামিম–লিটনদের মতো প্রথম সারির কয়েকজনকে ছাড়াই। টেস্ট অধিনায়কত্বের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন নাজমুল হোসেন। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া তাইজুল ইসলামের জন্যও জয়টা বিশেষ। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক, বার্তা সংস্থা এএফপি, বিসিবি ও খেলোয়াড়দের ক্যামেরায় এই টেস্টের গল্প দেখে নেওয়া যাক—
১ / ১০
সিলেট টেস্ট দিয়েই এই সংস্করণে অধিনায়কত্বে অভিষেক নাজমুল হোসেনের। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবার তাঁর টস করার মুহূর্ত
শামসুল হক
২ / ১০
এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছে শাহাদাত হোসেনের। বাংলাদেশের টেস্ট ইতিহাসের ১০২তম খেলোয়াড় শাহাদাত
শামসুল হক
৩ / ১০
সিলেট টেস্ট দেখতে অকল্যান্ড থেকে এসেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের ‘সুপার ফ্যান’ সনি শ
শামসুল হক
৪ / ১০
শিক্ষাসফরের ব্যানারে খেলা দেখতে এসেছিল মৌলভীবাজারের একদল শিক্ষার্থী
শামসুল হক
৫ / ১০
টেস্ট ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে অধিনায়কত্বের অভিষেকেই শতক। নাজমুলের উচ্ছ্বাসটা তাই একটু বেশিই ছিল
শামসুল হক
৬ / ১০
বাংলাদেশ এবং জয়ের মাঝে পথের কাঁটা হয়ে ছিলেন ড্যারিল মিচেল। তাঁকে ফেরানোর মধ্য দিয়ে বাংলাদেশের জয় একরকম নিশ্চিত হয়ে যায়
শামসুল হক
৭ / ১০
টেস্টের এক ইনিংসে ৫ উইকেট এর আগেও ১১ বার পেয়েছেন তাইজুল ইসলাম। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে পেলেন প্রথমবার। আর পুরো ক্যারিয়ারে এক টেস্টে ১০ উইকেট পেলেন দ্বিতীয়বার। বাংলাদেশের স্মরণীয় জয়ের নায়ক তাইজুল স্মারক হিসেবে বলটাকে নিশ্চয়ই সযত্নে রেখে দেবেন
এএফপি
৮ / ১০
নিউজিল্যান্ডের শেষ ব্যাটসম্যান এজাজ প্যাটেল ক্রিজে আসতেই বাংলাদেশের কেউ একজন রাজশাহীর ভাষায় বলেছেন, ‘মামুর ব্যাটাকে ঘিরে লে’। বাকিটা তো ছবিতেই দেখা যাচ্ছে। প্রথম স্লিপ, দ্বিতীয় স্লিপ, সিলি পয়েন্ট, লেগ স্লিপ, শর্ট লেগ—নিউজিল্যান্ডকে এভাবেই ঘেরাও করে ভূমিকম্পের সকালটা কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ
বিসিবি
৯ / ১০
ম্যাচসেরার পুরস্কার হাতে তাইজুল
শামসুল হক
১০ / ১০
ড্রেসিংরুমে ফিরে এভাবেই বিজয়োল্লাস করেছে বাংলাদেশ দল
ফেসবুক/মুশফিকুর রহিম