মিরপুরের বৃষ্টিতে ভেজা শালিক এবং ‘সময় যেন কাটে না’র গল্প

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন আজ। তবে রাজধানী ঢাকায় সকাল থেকেই আকাশ মেঘলা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। প্রথম সেশন শেষ হয়ে টেস্টের সময় দ্বিতীয় সেশনে গড়ালেও বৃষ্টির কারণে আজ একটি বলও খেলা হয়নি। পরে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল শেরেবাংলা স্টেডিয়ামে ঢিলেঢালা মানসিকতায় সময় কাটাচ্ছিলেন। এই সুযোগে মাঠ ও স্টেডিয়ামের বিভিন্ন মুহূর্তের ছবি তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক। তাঁর ছবিতে আজ মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দুপুর পর্যন্ত সময়ের গল্প তুলে ধরা হলো।
১ / ৮
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শেরেবাংলা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছে বার্তা—বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি
ছবি: শামসুল হক
২ / ৮
মেঘলা আবহাওয়া ও বৃষ্টির কারণে মাঠে কাভার। যেন শীত থেকে বাঁচতে উইকেটকে চাদরে ঢেকে দেওয়া হয়েছে!
ছবি: শামসুল হক
৩ / ৮
খেলার দিনে জনমানবশূন্য গ্যালারি। তাতে জায়ান্ট স্ক্রিনের নিঃসঙ্গতা আরও প্রকট। কে অপরাধী? অবশ্যই বৃষ্টি!
ছবি: শামসুল হক
৪ / ৮
মুশফিকুর রহিম অনুশীলনপ্রেমী। ঝড়বাদল কোনো কিছুই তাঁকে ঠেকাতে পারেনি। প্যাড পরে ব্যাট হাতে সম্ভবত ইনডোরে যাচ্ছিলেন। যাঁর যে কাজ!
ছবি: শামসুল হক
৫ / ৮
বৃষ্টি থেকে বাঁচতে মুমিনুল হকের এ কেমন ডিফেন্স! দুই হাত খালি অথচ গায়ের কাপড়টুকু দিয়ে শুধু মাথা ঢাকার চেষ্টা করলেন। ক্রিকেট যে মাথারও খেলা, সে জন্য বুঝি?
ছবি: শামসুল হক
৬ / ৮
বৃষ্টিধোয়া শেরেবাংলা স্টেডিয়ামে গ্যালারির রেলিংয়ে বসে ভেজা শালিক। বৃষ্টির চোখরাঙানিতে টেস্ট ক্রিকেট দেখার ইচ্ছাটা আজ যেন জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতার সেই লাইনটি, ‘হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো।’
ছবি: শামসুল হক
৭ / ৮
মাঠে খেলা নেই। আকাশ অঝোরে কেঁদে চলায় বাইরেও বের হওয়া যাচ্ছে না। নিউজিল্যান্ডের খেলোয়াড়দের ড্রেসিংরুমে বেকার বসে থাকা দেখে সামিনা চৌধুরীর সেই গানটি মনে পড়তে পারে, ‘সময় যেন কাটে না...।’
ছবি: শামসুল হক
৮ / ৮
একসময় হাতে ব্যাট তুলে নিতেন। সময়ের মারপ্যাঁচে এখন তুলে নিতে হচ্ছে মাইক্রোফোন। একসময় এই মাইক্রোফোন হাতে তাঁর ব্যাটিং নিয়ে পণ্ডিতেরা বিশ্লেষণ করতেন। এখন তেমনই ক্রিকেট–পণ্ডিতের ভূমিকায় মোহাম্মদ আশরাফুল। খেলা না হওয়ায় সময়টা তাঁর উপভোগ করার কথা নয়
ছবি: শামসুল হক