‘ভিতু ও শ্লথ’ ম্যাগুয়ারকে নেতৃত্বে দেখতে চান না ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার

ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারছবি : রয়টার্স

ফুটবলীয় ট্রল আর মিম নির্মাতাদের কাছে নিত্যচর্চার এক উপাদানের নাম হ্যারি ম্যাগুয়ার। অদ্ভুত সব ভুলে গোল খেয়ে হাস্যরসের রসদ প্রায়ই সরবরাহ করেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক। তাঁকে যেন বিক্রি করে দিতে পারলেই বেঁচে যায় ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।

শোনা যাচ্ছে, শীতকালীন দলবদলেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন ম্যাগুয়ার। ২৯ বছর বয়সী ডিফেন্ডারের নতুন ঠিকানা হতে পারে অ্যাস্টন ভিলা। গতকাল রাতে ম্যাগুয়ার ও তাঁর এজেন্ট পল স্ট্রেটফোর্ডকে ভিলার ট্রেনিং গ্রাউন্ডের পাশের একটি রেস্তোরাঁয় খেতেও দেখা গেছে।

তবে ইউরোপীয় দলবদলের বাজারে বিশ্বস্ত নাম সাংবাদিক ফাব্রিজিও রোমানো বলছেন ভিন্ন কথা। তাঁর দাবি, ইউনাইটেড, ভিলা ও এজেন্ট—তিন পক্ষই একসঙ্গে জড়িয়ে পড়ায় আলোচনা ও দর কষাকষি বন্ধ হয়ে গেছে। আপাতত তাই ওল্ড ট্রাফোর্ডেই থেকে যেতে হচ্ছে ম্যাগুয়ারকে।

ইউনাইটেডের সঙ্গে ম্যাগুয়ারের চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৫ সালের ৩০ জুন। প্রায় আড়াই বছর ‘ভুলে ভরা’ ডিফেন্ডারকে যদি বয়ে বেড়াতেই হয়, তাহলে তাঁকে অধিনায়ক নয়, শুধু দলের একজন সাধারণ খেলোয়াড়ের ভূমিকায় দেখতে চান ইউনাইটেডের সাবেক ফুটবলার পল পার্কার।

ইউনাইটেডের হয়ে ১৯৯৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি জিতেছেন পল পার্কার
ছবি : সংগৃহীত

একটি বাজির ওয়েবসাইটকে ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার বলেছেন, ‘সত্যি বলতে ম্যাগুয়ারের জন্য ব্যাপারটা (ওল্ড ট্রাফোর্ডে থাকা) বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে। সে নতুন ক্লাব খুঁজে পাবে কি না, নিশ্চিত করে বলতে পারছি না। তবে সে ধারে ছোট ক্লাবে খেলতে যেতে পারে। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, নিউক্যাসল ইউনাইটেড ওর জন্য আদর্শ জায়গা নয়। কারণ, ওই দলগুলো হাই লাইন ডিফেন্সে করে। ওর মতো ভিতু ও শ্লথ ডিফেন্ডার বড় ক্লাবে খেলার যোগ্য নয়।’

এরিক টেন হাগ কি ব্রুনো ফার্নান্দেজকে অধিনায়ক বানাবেন?
ছবি : টুইটার

ধারাবাহিকতা না থাকায় ম্যাগুয়ারকে অবশ্য নিয়মিত শুরুর একাদশে রাখেন না ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। এ মৌসুমে বেশির ভাগ সময় তাঁকে নামাচ্ছেন বদলি হিসেবে ম্যাচের শেষ ভাগে।

আরও পড়ুন

যে খেলোয়াড় দলেই নিয়মিত নন, তাঁকে অধিনায়ক হিসেবে দেখতে চান না রেড ডেভিলদের হয়ে পাঁচটি শিরোপা জেতা পার্কার, ‘এরিক টেন হাগ কাকে অধিনায়ক করবেন, দলের স্বার্থে সে সিদ্ধান্ত দ্রুত নিতে হবে। ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে বাহুবন্ধনী কেড়ে নিয়ে ম্যাগুয়ারকে পরতে দেখা ক্লাবের জন্য শোচনীয় ব্যাপার।’