উইম্বলডন জিতে ‘তোয়ালে চোর’ উপহার পেলেন তোয়ালেও
উইম্বলডনের অফিশিয়াল তোয়ালে নিজের ব্যাগে ভরছেন ইগা সিওনতেক—এবার অল ইংল্যান্ড ক্লাবে সবচেয়ে চেনা দৃশ্য ছিল এটি। কখনো ঠোঁটে আঙুল তুলে টিভি ক্যামেরাকে ইঙ্গিত দিচ্ছেন, ‘চুপ, কাউকে বোলো না।’ সে দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশন: ‘উইম্বলডনের তোয়ালে চোর আবারও চুরি করেছে!’
সেই ‘তোয়ালে চোর’ই এখন উইম্বলডনের নতুন রানি। শনিবার যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথমবার উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সিওনতেক। ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্লাম একক জয়ের পথে আনিসিমোভাকে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিয়ে ইতিহাসও গড়েছেন পোলিশ তারকা। ইতিহাসের মাত্র তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে ৬-০, ৬-০ ব্যবধানে কোনো গ্র্যান্ড স্লাম ফাইনাল জিতলেন সিওনতেক।
ইতিহাস গড়া সেই জয়ের পর উইম্বলডন কর্তৃপক্ষ ‘তোয়ালে চোর’কে নতুন একটি তোয়ালেও উপহার দিয়েছে। যে তোয়ালেতে আবার সেলাই করে তারা লিখে দিয়েছে, ‘উইম্বলডন চ্যাম্পিয়ন ইগা সিওনতেকের সম্পত্তি।’ সেই তোয়ালে হাতে হাস্যোজ্জ্বল সিওনতেকের ছবি নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করে উইম্বলডন লিখেছে, ‘এটা তোমার জন্য। রেখে দিয়ো।’
এবারের উইম্বলডনের প্রথম রাউন্ডে জয় পাওয়ার পর তোয়ালে নিয়ে কথা বলেছিলেন সিওনতেক। সে সময়ে বলেছিলেন, সব খেলোয়াড়ই তোয়ালে পছন্দ করেন, ‘এ বিষয় নিয়ে অবশ্য কেউ কখনো কথা বলে না।’
প্রতিটি গ্র্যান্ড স্লাম থেকে কতগুলো তোয়ালে ‘চুরি’ করে বাড়ি ফিরতেন, সেটিও বলেছিলেন সিওনতেক, ‘আমি যখনই কোনো গ্র্যান্ড স্লাম খেলে বাড়ি ফিরি, সবাই আমার কাছে তোয়ালে চায়। যারা চায়, তাদের সংখ্যাও কম নয়, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলিয়ে প্রায় ২০ জন তো হবেই। উইম্বলডন ও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছুই করার নেই। আমি ঠিক জানি না কাজটা করা ঠিক হচ্ছে কি না।’
সেই তোয়ালে চোর উইম্বলডন জিতে সারা জীবন রেখে দেওয়ার মতো একটি তোয়ালেও পেয়ে গেলেন।