দেশের সেরা টিটি খেলোয়াড় এখন বান্দরবানের তরুণ রামহিম

জাতীয় টিটিতে পুরুষ এককের চ্যাম্পিয়ন রামহিম লিয়ান বম ও নারী এককের চ্যাম্পিয়ন সাদিয়া রহমানছবি: সংগৃহীত

বাংলাদেশের উদীয়মান টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে আগেই নজর কেড়েছেন রামহিম লিয়ান বম। অল্প দিনেই জাতীয় স্তরে জায়গা করে নিয়েছেন এই তরুণ। চট্টগ্রাম রাইফেলস ক্লাবে আজ শেষ হওয়া ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালক একক ও পুরুষ এককের দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। বাংলাদেশের টিটির ইতিহাসে এটি রেকর্ড। এর আগে কেউ জাতীয় চ্যাম্পিয়নশিপে বালক ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হতে পারেননি।

রামহিম শুধু এই দুই ইভেন্টেই নয়, পুরুষ দলগতেও সেরা। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনটি ইভেন্টে প্রথম হয়েছেন তিনি। রানার্সআপ হয়েছেন মিশ্র দ্বৈতে।

বান্দরবানের বগা লেকের ১৮ বছরের রামহিম ঢাকায় টিন্ডটি কলেজে কলা বিভাগে পড়ছেন। উচ্চমাধ্যমিক পরীক্ষা আগস্টে। পড়াশোনার একটা চাপ আছেই। তার মধ্যে জাতীয় প্রতিযোগিতায় সেরা হওয়া বড় সাফল্যই তাঁর জন্য। চ্যাম্পিয়ন হওয়ার পর চট্টগ্রাম থেকে ফোনে আজ প্রথম আলোকে রামহিম বলেন, ‘জুনিয়র ও সিনিয়র চ্যাম্পিয়ন হলাম এই প্রথমবার। এত আনন্দ লাগছে যে ভাষায় প্রকাশ করার মতো নয়।’

সমাপনী অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা
ছবি: সংগৃহীত

২০২১ সালে বাংলাদেশ গেমসে হওয়া সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে চ্যাম্পিয়ন ছিলেন মুশফিকুর রহমান হৃদয়। এবার তাঁকে সেমিফাইনালে হারান রামহিম। দেশের টিটিতে দীর্ঘদিন রাজত্ব করা মানস চৌধুরী ও মাহবুব বিল্লাহ এবার শেষ আটে হেরে বিদায় নিয়েছেন।

সময়টা যে রামহিমের তা বোঝা যাচ্ছে স্কোরশিটের দিকে তাকালেই। দুটি ফাইনালেই তাঁর জয়ের ব্যবধান ৪-০ সেট। শুক্রবার বালক এককের ফাইনালে তাঁর সামনে দাঁড়াতেই পারেননি চট্টগ্রামের নাফিস। আজ পুরুষ এককের ফাইনালও হয়েছে একতরফা। ইমনকে কোনো লড়াই-ই করতে দেননি রাহহিম।

আরও পড়ুন

জাতীয় টিটিতে নারী এককে শিরোপা ধরে রেখেছেন সর্বশেষ বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হওয়া সাদিয়া রহমান মৌ। আজ সাদিয়া ৪-৩ সেটে হারিয়েছেন তাঁর ক্লাব সতীর্থ সাবেক জাতীয় চ্যাম্পিয়ন সোনাম সুলতানা সোমাকে। তীব্র লড়াই হয়েছে এ ম্যাচে। শেষ পর্যন্ত সাদিয়া নিজের কাছেই রেখেছেন শিরোপা। গতকালই অবশ্য সাদিয়া ও সোনাম জুটি নারী দ্বৈতে শিরোপা জেতেন৷

আরও পড়ুন

প্রতিযোগিতায় মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয়–খৈ খৈ জুটি। ৩-১ সেটে এই জুটি হারিয়েছেন রামহিম ও ঐশ্বী জুটিকে।

পুরুষ দ্বৈতের ফাইনালে হৃদয় ও সজীব জুটিকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হাসিব ও হাশেম হাসিব জুটি। তারা প্রথম দুই সেট জিতে নিলেও তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন হৃদয় ও সজীব। কিন্তু চতুর্থ সেটে কোনো সুযোগ না দিয়ে শেষ হাসি হাসেন হাসিব ও হাশেম হাসিব।