এক নম্বর ও দুই নম্বরের ফাইনাল
নোভাক জোকোভিচ চোটের কারণে ছিটকে পড়ায় এক দিক থেকে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালটা অন্যরকমই হচ্ছে। পুরুষ এককের ফাইনালে যে মুখোমুখি হচ্ছেন র্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর খেলোয়াড়। প্রথম সেমিফাইনাল থেকে জোকোভিচ নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় দুই নম্বর খেলোয়াড় জভেরেভ আগেই ফাইনালে উঠেছেন। দ্বিতীয় সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে ৭-৬ (২), ৬-২, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার।
এই নিয়ে হার্ড-কোর্টের গ্র্যান্ড স্লামে টানা তৃতীয় ফাইনালে উঠলেন সিনার, গত বছর তিনি জিতেছিলেন অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন। জভেরেভের সঙ্গে ফাইনাল খেলতে নামার আগে আজকের জয়ে হার্ড-কোর্টের গ্র্যান্ড স্লামে অপরাজিত ম্যাচের সংখ্যাটা কুড়িতে নিয়ে গেছেন সিনার।
শেলটনের সঙ্গে ২ ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ে পাওয়া জয়টি সিনারকে আরেকটি কীর্তি গড়ার সুযোগ এনে দিয়েছে। রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে তিনি একই টুর্নামেন্টে নিজের প্রথম গ্র্যান্ড স্লামের শিরোপা ধরে রাখার সামনে দাঁড়িয়ে। নাদাল ২০০৫ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ২০০৬ সালে সেটি ধরে রাখতে পেরেছিলেন।