অস্ট্রেলিয়ান ওপেন জিতে তিনে তিন সিনারের
ইয়ানিক সিনার গ্র্যান্ড স্লামে প্রথম দুটি ফাইনাল খেলেন গত বছর। জিতেছেন দুটিই—দানিল মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন আর টেলর ফ্রিটজকে হারিয়ে ইউএস ওপেন। আজ ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল খেললেন, আলেক্সান্দার জভেরেভকে ৬-৩, ৭-৬ (৪), ৬-৩ গেমে হারিয়ে জিতলেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও।
গ্র্যান্ড স্লামে প্রথম তিন ফাইনাল খেলে তিনটিতেই শিরোপা জয়—এটা যেমন হ্যাটট্রিক, সিনার হ্যাটট্রিক করেছেন আরেক দিন থেকেও; হার্ড কোর্টের গ্র্যান্ড স্লামে এটি তাঁর টানা তৃতীয় শিরোপা। হ্যাটট্রিক এক দিক থেকে করেছেন জভেরেভও। জার্মান টেনিস তারকা ক্যারিয়ারের প্রথম তিনটি গ্র্যান্ড স্লামের ফাইনালেই হারলেন। এর আগে তিনি হেরেছেন ২০২০ সালের ইউএস ওপেন আর ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে।
ইতালির ২৩ বছর বয়সী তারকা সিনার টেনিসের উন্মুক্ত যুগে অষ্টম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামে ক্যারিয়ারের প্রথম তিন বা এর চেয়ে বেশি ফাইনাল খেলে সব কটিতেই জিতলেন। এদিক থেকে সবচেয়ে এগিয়ে কিংবদন্তি রজার ফেদেরার। সুইজারল্যান্ডের সাবেক খেলোয়াড় গ্র্যান্ড স্লামে নিজের প্রথম সাতটি ফাইনালেই জিতেছিলেন।
এই তালিকায় ফেদেরারের পরের নামটি কার্লোস আলকারাজের। গ্র্যান্ড স্লামে ক্যারিয়ারের প্রথম চারটি ফাইনাল উঠে চারটিতেই শিরোপা জিতেছেন। জিমি কনর্স, বিওর্ন বোর্গ, স্টেফান এডবার্গ, গুস্তাভো কুয়ের্তেন, স্তানিস্লাস ভাভরিঙ্কারা ক্যরিয়ারের প্রথম তিনটি গ্র্যান্ড স্লাম ফাইনালে জিতেছেন।
সিনারের কীর্তিগাথার শেষ এখানেই নয়। ইতালির প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন তিনি। রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজের জেতা প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছেন। নাদাল ২০০৫ সালের পর ২০০৬ সালের ফ্রেঞ্চ ওপেনও জিতেছিলেন। মেলবোর্ন পার্কে টানা দুটি শিরোপা জেতা চতুর্থ খেলোয়াড় সিনার। এর আগে এই কীর্তি গড়েছেন আন্দ্রে আগাসি, ফেদেরার ও নোভাক জোকোভিচ।