ছবিতে ফেদেরারের ক্যারিয়ারের গল্প

টেনিসকে বিদায় বলে দিলেন রজার ফেদেরার। আর একটি টুর্নামেন্ট, এরপরই পেশাদার ক্যারিয়ার শেষ হয়ে যাবে ২০টি গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তির। ছবিতে দেখুন রজার ফেদেরারের ক্যারিয়ারের গল্প—
১ / ১৩
ডেভিস কাপে রজার ফেদেরার। ১৯৯৮ সালে সুইস ওপেন দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ফেদেরার, মাত্র ১৬ বছর বয়সেই।
রয়টার্স
২ / ১৩
২০০৩ সালের ৬ জুলাই, অস্ট্রেলিয়ার মার্ক ফিলিপ্পোসিসকে হারিয়ে উইম্বলডন জিতেছিলেন ফেদেরার। ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জয় ছিল সেটি।
রয়টার্স
৩ / ১৩
২০০৩ সালের ওই জয় ছিল শুরু মাত্র। ফেদেরার এরপর অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা জিতেছেন আরও সাতবার। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা পাঁচবার, এরপর ২০০৯ ও ২০১২ সালে। সর্বশেষ উইম্বলডন জেতেন ২০১৭ সালে।
এএফপি
৪ / ১৩
যেন মুকুট পরা ফেদেরারের মাথায়। টেনিসের সিংহাসন তো দীর্ঘ সময় দখলে ছিল তাঁরই।
এএফপি
৫ / ১৩
সায়েন্স ফিকশন কোনো সিনেমার চরিত্রের মতো করে বেরিয়ে আসছেন ফেদেরার, প্যারিসে, ২০১৮ সালে।
রয়টার্স
৬ / ১৩
ফেদেরারের বিখ্যাত ব্যাকহ্যান্ড। ২০১৯ সালে, মেলবোর্নে, অস্ট্রেলিয়ান ওপেনে।
রয়টার্স
৭ / ১৩
ক্যারিয়ারে ছয়বার রড লেভার অ্যারেনায় জিতেছেন সুইস তারকা। ২০১৮ সালে সর্বশেষ জিতেছিলেন, এরপর অশ্রু ধরে রাখতে পারেননি। ক্যারিয়ারে সেটিই হয়ে থাকল ফেদেরারের শেষ গ্র্যান্ড স্লাম জয়।
রয়টার্স
৮ / ১৩
নোভাক জোকোভিচকে হারিয়ে ২০০৭ সালের ইউএস ওপেন জিতেছিলেন ফেদেরার। ক্যারিয়ারে এ গ্র্যান্ড স্লাম তিনি জিতেছেন পাঁচবার।
রয়টার্স
৯ / ১৩
২০১৯ সালের ৭ জুন। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে কোর্ট ছাড়ছেন ফেদেরার। ফেদেরারের যেমন ঘাসের কোর্ট, তেমনি নাদালের ছিল লাল মাটির দুর্গ। রোলাঁ গারোতে ফেদেরার জিতেছিলেন একবারই, ২০০৯ সালে।
রয়টার্স
১০ / ১৩
অলিম্পিকে সোনা জেতার পর স্তানিস ভাভরিঙ্কার সঙ্গে ফেদেরারের উল্লাস, ২০০৮ সালে বেইজিংয়ে।
রয়টার্স
১১ / ১৩
ফেদেরার ও নাদাল—একটা প্রজন্মের কাছে টেনিস মানেই এই দুজন!
এএফপি
১২ / ১৩
গত বছর থেকেই টেনিসের বাইরে। এ বছর উইম্বলডন চ্যাম্পিয়নদের সংবর্ধনায় এসেছিলেন ফেদেরার।
রয়টার্স
১৩ / ১৩
ছবিতে ক্যারিয়ারের ২০টি গ্র্যান্ড স্লাম।
এএফপি