নাদালের ফেরা আর কত দূর

রাফায়েল নাদালইনস্টাগ্রাম

ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন তো রাফায়েল নাদাল?

প্রশ্নটি উঠছে কারণ, শারীরিক কারণে গতকাল মন্টে কার্লো মাস্টার্স থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নাদাল। ২২ বারের এই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সর্বশেষ টেনিস কোর্টে নামেন গত জানুয়ারিতে ব্রিসবেনে। এরপর এটিপি ট্যুরে মন্টে কার্লো মাস্টার্স দিয়ে তাঁর কোর্টে ফেরার অপেক্ষায় ছিলেন সমর্থকেরা। কিন্তু ৩৭ বছর বয়সী নাদাল গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মন্টে কার্লো মাস্টার্সে তিনি খেলতে পারবেন না, ‘দুর্ভাগ্যজনকভাবে জানাতে হচ্ছে, মন্টে কার্লো মাস্টার্সে আমি খেলতে পারব না। শরীর একদমই সায় দিচ্ছে না।’

আরও পড়ুন

মন্টে কার্লোতে রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন নাদাল চোটের কারণে গত বছর প্রায় পুরো মৌসুমই কোর্টের বাইরে ছিলেন। এ মৌসুমে শুধু ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলেছেন। সেখানে কোয়ার্টার ফাইনালে হারের ম্যাচে কোমরে চোটও পেয়েছিলেন। এ চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন, দোহা ওপেন এবং ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টেও খেলতে পারেননি। নাদাল গত মাসে লাস ভেগাসে কার্লোস আলকারাজের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন। সেখানেও পিঠে অস্বস্তি অনুভব করতে দেখা গেছে তাঁকে।

মন্টে কার্লোয় খেলতে না পারায় নাদাল নিজের মানসিক অবস্থাটা বুঝিয়েছেন এভাবে, ‘যেসব টুর্নামেন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ, সেগুলো খেলতে যদি প্রতিদিনের প্রস্তুতিতে নিজেকে নিংড়েও দিই, তবু সত্যটা হলো আমি এখন খেলতে পারব না। এসব ইভেন্টে খেলতে না পারা আমার জন্য কত কঠিন ব্যাপার, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ব্যাপারটা মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। এখন শুধু নিকট ভবিষ্যতে তাকিয়ে প্রেরণাটা ধরে রেখে পরিস্থিতির উন্নতি হওয়ার অপেক্ষা করতে পারি।’

আরও পড়ুন

ক্যারিয়ারের বেশির ভাগ সময়জুড়ে মন্টে কার্লো মাস্টার্সকে ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবে ব্যবহার করেছেন নাদাল। দুটোই কাদামাটির কোর্ট। ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৪ বারের এই চ্যাম্পিয়ন এবারও খেলার আশায় আছেন। এবারই সম্ভবত শেষবারের মতো ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারেন নাদাল। মন্টে কার্লোয় যে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছেন, তার মধ্যে ৯ বার ফ্রেঞ্চ ওপেনেও শিরোপা জিতেছেন তিনি। মন্টে কার্লোয় না খেলায় নাদালের ফ্রেঞ্চ ওপেনে অংশ নেওয়া নিয়ে তাই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চোট থেকে এখনো সেরে ওঠেননি নাদাল
এএফপি

মোনাকোয় ৭ এপ্রিল থেকে শুরু হবে মন্টে কার্লো মাস্টার্স। টুর্নামেন্টটির পরিচালক ডেভিড ম্যাসি নাদালের অনুপস্থিতি নিয়ে বলেছেন, ‘সমর্থকদের জন্য খারাপ লাগছে। কারণ তারা তাকে (নাদাল) দেখার সুযোগ পাবে না। আর মন্টে কার্লোর এই টুর্নামেন্ট তার জন্যও গুরুত্বপূর্ণ। এটা জানি সে এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতিও নিয়েছিল। আমরা তাকে শুভকামনা জানাই।’

ফ্রেঞ্চ ওপেন শুরু হবে ২৬ মে। সাধারণত, এই টুর্নামেন্টে খেলাকালে ৩ জুন নিজের জন্মদিনের কেক কাটেন নাদাল। এবার কী হবে কে জানে!

আরও পড়ুন