র‍্যাকেট ভাঙায় জরিমানা জোকোভিচের

নোভাক জোকোভিচছবি: এএফপি

একে তো উইম্বলডনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হার, এর মধ্যেই আরও একটা দুঃসংবাদ পেলেন নোভাক জোকোভিচ। ফাইনালে মেজাজ হারিয়ে র‍্যাকেট ভাঙায় ৮ হাজার ডলার জরিমানা করা হয়েছে সার্বিয়ান এই তারকাকে।

আরও পড়ুন

গত রোববার উইম্বলডনের ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজের কাছে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হেরে যান জোকোভিচ। ওই ফাইনালেরই পঞ্চম সেটে সার্ভিস পয়েন্ট হারানোর পর মেজাজ হারিয়ে নেটে র‍্যাকেট ছুড়ে মারেন ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা।

এ ঘটনার আগেই সময় নষ্ট করার জন্য একবার তাঁকে সতর্ক করেন আম্পায়ার টিম মার্ফি। এরপর র‍্যাকেট ভাঙায় সঙ্গে সঙ্গেই আচরণবিধি লঙ্ঘনের কথা জানিয়ে দেওয়া হয় রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্লাম জেতা জোকোভিচকে। ম্যাচ শেষে তাঁকে এমন আচরণের জন্য জরিমানা করা হয় ৮ হাজার ডলার (প্রায় ৮ লাখ ৬৯ হাজার টাকা)।

আরও পড়ুন

উইম্বলডনে রানারআপ হয়ে জোকোভিচ প্রাইজমানি পেয়েছেন ১১ লাখ ৭৫ হাজার পাউন্ড, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৭৫ লাখ টাকা। সেখান থেকেই এই জরিমানার অঙ্ক কেটে রাখা হবে।

উইম্বলডনের আগে এই বছরের অন্য দুটি গ্র্যান্ড স্লামই (অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন) জিতেছেন জোকোভিচ। ২০ বছর বয়সী আলকারাজের এটি ক্যারিয়ারের দ্বিতীয় একক গ্র্যান্ড স্লাম। এর আগে তিনি গত বছর ইউএস ওপেন জিতেছেন।