ছবির গল্পে ফেদেরারের বিদায়ী ম্যাচ

বিদায়!

খেলাধুলায় প্রচলিত কথা হলো, বিদায় তখনই বলা উচিত যখন সবাই বলবে যেও না! রজার ফেদেরারের বয়স ৪১ বছর। টেনিসে প্রায় কোনো কিছুই বাকি নেই, যা তিনি জেতেননি। তবু তাঁর বিদায়বেলায় রাফায়েল নাদাল, স্তেফান সিতসিপাসদের কান্না বুঝিয়ে দেয়, ফেদেরার আরও কিছুদিন কোর্টে থাকলে লন্ডনের ও২ অ্যারেনায় কাল রাতে বিচ্ছেদী আবহ তৈরি হতো না।

সত্যিকারের কিংবদন্তির বিদায় বলেই সম্ভবত চোখ মুছেছেন দর্শক। আর ফেদেরার? শিশুর মতো কেঁদেছেন। বুঝিয়েছেন, এই কান্না তাঁর সুখের কান্না। লেভার কাপে নাদালের সঙ্গে জুটি বেঁধে বিদায়ী ম্যাচ খেলার মধ্য দিয়ে নিজের পেশাদার ক্যারিয়ারের ইতি টানলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সুইস কিংবদন্তি। আসুন দেখে নিই ফেদেরারের বিদায়ী ম্যাচের কিছু মুহূর্ত—

১ / ১০
লন্ডনের ও২ অ্যারেনা—যেখানে অনুষ্ঠিত হলো রজার ফেদেরারের বিদায় ম্যাচ। সাড়ে ১৭ হাজার দর্শকের সামনে আবেগঘন পরিবেশে শেষ ম্যাচটি খেলেন রজার ফেদেরার
ছবি: টুইটার
২ / ১০
শেষবারের মতো কোর্টে নামছেন রজার ফেদেরার। দর্শক অভিবাদনের জবাবে হাত উঁচু করলেন
ছবি: রয়টার্স
৩ / ১০
টেনিসের ‘বিগ ফোর’ ফ্রেম। ফেদেরারের বিদায়ী ম্যাচে উপস্থিত ছিলেন তাঁর ক্যারিয়ারে তিন প্রবল প্রতিপক্ষ—অ্যান্ডি মারে, নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল
ছবি: এএফপি
৪ / ১০
‘রজার... স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ’—প্লাকার্ড হাতে ফেদেরারের ভক্তরা
ছবি: রয়টার্স
৫ / ১০
বিদায়ী ম্যাচে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন ফেদেরার
ছবি: এএফপি
৬ / ১০
টেনিসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। ফেদেরারের বিদায়ী ম্যাচে তাঁর সঙ্গে জুটি বেঁধে খেলেন নাদাল। টেনিসে বিরল এক দৃশ্য
ছবি: এএফপি
৭ / ১০
সবার করতালি, অশ্রুসজল ফেদেরার। এবারই শেষবার, আর কখনো তাঁকে পেশাদার টেনিসে দেখা যাবে না
ছবি: এএফপি
৮ / ১০
কাঁদছেন ফেদেরার, কাঁদছেন নাদাল। এই কান্না সংক্রমিত হয় গ্যালারিতেও। টেনিসের কোর্ট ও ফেদেরারের মধ্যে বিচ্ছেদের ব্যথায় কাতর ছিলেন সবাই। ফেদেরার নিজেও এ সময় আবেগ ধরে রাখতে পারেননি
ছবি: এএফপি
৯ / ১০
সতীর্থদের কাঁধে ফেদেরার। এই সম্মান তাঁকেই মানায়
ছবি: এএফপি
১০ / ১০
কোর্ট ছাড়ার আগে শেষবারের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছেন ফেদেরার। বিদায় কিংবদন্তি!
ছবি: রয়টার্স