টিকটক বন্ধ হওয়ায় মন খারাপ মার্কিন টেনিস তারকার, ক্যামেরায় লিখলেন ‘শান্তিতে ঘুমাও টিকটক’

টিকটক বন্ধ হওয়ায় মন খারাপ কোকো গফেরএএফপি

যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতায় আজ রোববার বন্ধ হয়ে গেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। তবে দেশের সরকারের এই সিদ্ধান্তে বেশ কষ্ট পেয়েছেন দেশটির টেনিস তারকা কোকো গফ। টিকটকের জন শোকও প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় থাকা গফ।

আজ চতুর্থ রাউন্ডের ম্যাচে বেলিন্দা বেনচিচকে ৫-৭, ৬-২ ও ৬-১ গেমে হারানোর পর টেলিভিশন ক্যামেরায় টিকটকের জন্য শোকবার্তা লেখেন মার্কিন এই টেনিস তারকা।

আরও পড়ুন

ম্যাচ শেষে টিভি ক্যামেরার লেন্সে মার্কার দিয়ে গফ লিখেছেন, ‘RIP TIKTOK USA (শান্তিতে ঘুমাও টিকটক ইউএসএ)’। এর সঙ্গে মন খারাপের একটি ও প্রতীকও এঁকে দেন ২০ বছর বয়সী মার্কিন তারকা।

বেনচিচের সঙ্গে গফের ম্যাচটি শেষ হওয়ার কিছু সময় আগে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ হয়ে যায়। যে কারণে ম্যাচের পর চেষ্টা করেও আর নিজের টিকটক অ্যাকাউন্টে ঢুকতে পারেননি মার্কিন নাগরিক গফ।  ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে এই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে গফ বলেছেন, ‘ম্যাচের পর আমি সেখানে ঢুকতে পারিনি। সত্যি বলতে আমি ভেবেছিলাম যেহেতু অস্ট্রেলিয়ায় আছি তাই বোধ হয় ঢুকতে পারব। আশা করি, এটা ফিরে আসবে...বিষয়টি সত্যিই দুঃখজনক। আমি এই অ্যাপে তখন থেকে আছি, যখন এটাকে মিউজিক্যাল ডট লি নামে ডাকা হতো। আমি টিকটক ভালোবাসি। এটা আমাকে অনেক কিছুই ভুলিয়ে দিত। ম্যাচের আগে আমি এটা ব্যবহার করতাম।’

মার্কিন টেনিস তারকা কোকো গফ
এএফপি

টিকটক বন্ধ করে দেওয়ায় কষ্টে পেলেও এই সিদ্ধান্তের ভালো দিকটাও খুঁজে পেয়েছেন গফ, ‘আমার ধারণা এটা (বন্ধ করা) আরও বেশি বই পড়তে বাধ্য করবে। আরও বেশি কর্মক্ষম মানুষ বানাবে। সম্ভবত এটা আমার জন্য সাপেবড়ই হবে।’