প্রথমবার চূড়ান্ত পর্বে বাংলাদেশ

বিশ্ব জুনিয়র টেনিসের চূড়ান্ত পর্বে বাংলাদেশসংগৃহীত

বিশ্ব জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে (অনূর্ধ্ব-১৪) এশিয়া অঞ্চলের খেলায় আগে কখনো কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেনি বাংলাদেশ। এবার সেই গেরো খুলে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।

বাহরাইনে অনুষ্ঠানরত ২১ দেশের প্রতিযোগিতায় পরশু রাতে সৌদি আরবকে হারিয়ে প্রথমবার বাংলাদেশ সেরা আটে জায়গা পায়। আজ কোয়ার্টার ফাইনালে হংকংকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালও উঠেছে বাংলাদেশ। কাল সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং।

কোয়ার্টার ফাইনালে উঠেই বাংলাদেশ একটা ইতিহাস গড়ে ফেলেছে বলে দাবি করে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ গত রাতে বলেছেন, ‘বিশ্ব জুনিয়রের বাছাইয়ে আগে কখনো কোয়ার্টার ফাইনালে উঠতে পারিনি আমরা। এবারই প্রথম উঠেছি। শুধু তা–ই নয়, আমরা সেমিফাইনালেও উঠেছি। প্রতিযোগিতার বাইলজ অনুযায়ী শীর্ষ চারটি দল আগামী ৪ থেকে ৯ আগস্ট চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের টিকিট পাবে। সে হিসেবে আমরা চূড়ান্ত পর্বে খেলব প্রথমবারের মতো।’

নেপালকে ৩-০ ম্যাচে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। রাকিন রহমান ৬-৩, ৬-১ গেমে নেপালের রোকেয়াকে এবং কাব্য গায়েন ৬-৩, ৬-৩ গেমে বিশ্ব বিশেসকে হারায়। দ্বৈতে বাংলাদেশের কাব্য ও আকাশ জুটি ৬-১, ৬-১ গেমে নেপালের বিশ্ব বিশেস ও রিজাল প্রার্থীকে হারিয়ে জয় পায়।

দ্বিতীয় ম্যাচের বাংলাদেশের আকাশ হোসেন ৫-৭, ০-৬ গেমে সৌদি আরবের হামজা আল মনসুরির কাছে হেরেছে। কাব্য গায়েন ৬-৭, ৬-২, ৩-৬ গেমে সৌদি আরবের সারুজি আহমেদকে হারায়। দ্বৈতে কাব্য গায়েন ও আকাশ হোসেন ৬-৩, ৩-৬, ১০-৭ গেমে সৌদি আরবের সারুজি আহমেদ ও সুহিল আল ফারুকিকে হারিয়ে ২-১ ম্যাচে জয় তুলে নেয়।