এবার সত্যি সত্যিই বিমানবন্দরে সিওনতেক

চেক প্রজাতন্ত্রের লিন্দা নোসকোভার (বাঁয়ে) কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই ইগা সিওনতকেএএফগি

‘ওহ মাই গড, আমি তো বিমানবন্দরে চলেই গিয়েছিলাম’—খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি জয়ের পর বৃহস্পতিবার কথাটি বলেছিলেন পোলিশ তারকা। সেই ম্যাচে তৃতীয় সেটে ৪-১ গেমে পিছিয়ে পড়ার পরও দানিয়েলে কলিন্সকে হারানো মেয়েদের শীর্ষ বাছাই পরের রাউন্ডেই পেয়ে গেলেন দেশে ফেরার বিমান টিকিট।

আজ অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে অবাছাই চেক প্রজাতন্ত্রের লিন্দা নোসকোভার কাছে হেরে গেছেন বিশ্বের ১ নম্বর নারী খেলোয়াড়। ৩-৬, ৬-৩, ৬-৪ গেমের হারে মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন অধরা রয়ে গেল আরেকটি বছরেও। গত বছর চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন পোলিশ তারকা। সিওনতেকের হারে মেয়েদের বিভাগের শীর্ষ দশের মাত্র তিনজনই টিকে রইলেন। টিকে থাকা শীর্ষ দশের তিনজন অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা, ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গফ ও বারবোরা ক্রেইচিকোভা।

আরও পড়ুন
এটা বলতেই পারি, অন্যান্য টুর্নামেন্টের চেয়ে এখানে একটু বেশি চাপ নিতে হয়েছে, বিশেষ করে প্রথম দুই রাউন্ডে।
ইগা সিওনতেক, বিশ্বের এক নম্বর নারী খেলোয়াড়

বিশ্বের ৫০ নম্বর খেলোয়াড় নোসকোভার কাছে হারের পর সিওনতেক জানালেন, বেশি চাপ নিয়ে ফেলার মূল্যই দিয়েছেন তিনি, ‘আমি তাড়াহুড়া করেছি। নিজের স্বাভাবিক খেলাটা আমি খেলিনি। এটা বলতেই পারি, অন্যান্য টুর্নামেন্টের চেয়ে এখানে একটু বেশি চাপ নিতে হয়েছে, বিশেষ করে প্রথম দুই রাউন্ডে।’

সিওনতেককে বিদায় করার পর ১৯ বছর বয়সী চেক খেলোয়াড় নোসকোভা
রয়টার্স

সিওনতেক যখন মাথা নিচু করে কোর্ট ছাড়ছিলেন, উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলেন ১৯ বছর বয়সী নোসকোভা, ‘আমার জন্য অবিশ্বাস্য এক ম্যাচ ছিল এটি। এমন একটা কোর্টে (রড লেভার অ্যারেনা) প্রথমবার খেলা, ইগার বিপক্ষে দ্বিতীয়বার খেলা। এমন ম্যাচটি জিততেই চেয়েছিলাম, ভালো লাগছে সেটি করতে পেরেছি।’

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছে কার্লোস আলকারাজ
এএফপি

সিওনতেকের পতনের দিনে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন কার্লোস আলকারাজ। পুরুষ টেনিসের ভবিষ্যৎ তৃতীয় রাউন্ডে ৬-১, ৬-১, ১-০ গেমে হারিয়েছেন চীনের শ্যাং জুনচেংকে। ১৮ বছর বয়সী জুনচেং চোটের কারণে তৃতীয় সেটে সরে দাঁড়ান।

আরও পড়ুন