ফাইনালে জাবিরকে পেলেন ভন্দ্রুসোভা

এবারের উইম্বলডনের নারী এককের ফাইনালে উঠেছেন ভন্দ্রুসোভা ও জাবির (ডানে)ছবি: রয়টার্স

৬০ বছরের মধ্যে ‘প্রথম’ হওয়ার সুযোগ ছিল দুজনেরই। কিন্তু ম্যাচটি যেহেতু টেনিসের, তাই দুজন তো আর ‘প্রথম’ হতে পারেন না। আজ উইম্বলডনে মেয়েদের এককের সেমিফাইনালে এলিনা সভিতোলিনাকে হারিয়ে সেই প্রথমের সম্মান পেলেন মারকেতা ভন্দ্রুসোভা। ৬-৩, ৬-৩ গেমে জিতে ৬০ বছরের মধ্যে প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের ভন্দ্রুসোভা। ফাইনালে তাঁর প্রতিপক্ষ উনস জাবির। আজ দ্বিতীয় সেমিফাইনালে আরিনা সাবালেঙ্কাকে ৬–৭ (৫/৭), ৬–৪, ৬–৩ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন তিউনিসিয়ার তারকা।

যার মানে, এবারের উইম্বলডন পাবে নতুন রানি। শুধু সেটাই নয়, ভন্দ্রুসোভা বা জাবির, দুজনের কেউই এখন পর্যন্ত গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারেননি। যিনিই এবারের উইম্বলডন জিতবেন, হয়ে যাবেন ইতিহাস।

ফাইনালে ওঠার পর ভন্দ্রুসোভা
ছবি: রয়টার্স

ভন্দ্রুসোভা অবশ্য ফাইনালে উঠেই ইতিহাস গড়েছেন। তাঁর আগে অবাছাই নারী খেলোযাড় হিসেবে সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন টেনিস কিংবদন্তি বিলি জিন কিং। ১৯৬৩ সালে ফাইনালে উঠেও অবশ্য ভেনাস রোজওয়াটার ডিশটা হাতে নিতে পারেননি যুক্তরাষ্ট্রের বিলি জিন কিং। আরেক কিংবদন্তি অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের কাছে হেরে গিয়েছিলেন তিনি। সে সময় অবশ্য মার্গারেট স্মিথ হিসেবেই পরিচিত ছিলেন কোর্ট।

তিউনিসিয়ার টেনিস তারকা উনস জাবির
ছবি: রয়টার্স

৬০ বছরের মধ্যে প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠলেও ২৪ বছর বয়সী ভন্দ্রুসোভা এবারই প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলবেন না। চার বছর আগেই সেই অভিজ্ঞতা হয়েছে তাঁর। ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনের সেই ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টির কাছে হেরে গিয়েছিলেন ২০ বছর বয়সী চেক মেয়ে। এরপর অবশ্য এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের শেষ ১৬  পেরিয়েছেন ভন্দ্রুসোভা।