মৌমাছির মিছিলে আটকে গেল টেনিস ম্যাচ

সেন্টার কোর্টে পড়ে থাকা একটি মৌমাছি। এই মৌমাছির দলের কারণেই থেমে গিয়েছিল ম্যাচএএফপি

‘ভদ্রমহোদয়গণ, মৌমাছির আক্রমণে খেলা স্থগিত করা হচ্ছে!’

চেয়ার আম্পায়ার মোহামেদ লাইয়ানি কথাটা বলেই চেয়ার ছেড়ে উঠলেন। জানতেন না, যে ভয়ে তিনি চেয়ার ছেড়ে উঠে যাচ্ছিলেন, সেই ‘ভয়’–ই বন বন করে ঘুরতে ঘুরতে জড়ো হয়েছে তাঁর চেয়ারের নিচে। শুধু আম্পায়ারের চেয়ার কেন, টেনিস কোর্টের মধ্যে থাকা বেশির ভাগ ক্যামেরাই ছেঁকে ধরেছে পতঙ্গের দল। স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের অভিজ্ঞতাটা বেশ মজার। কোর্টের এক প্রান্তে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিলেন, চারপাশে এত বোঁ বোঁ শব্দ কেন!

আরও পড়ুন

আলকারাজ যখন বুঝলেন ততক্ষণে দু–একটা কামড় খেয়ে ফেলেছেন। আম্পায়ারের মুখে খেলা স্থগিতের ঘোষণা শুনতে না শুনতেই তাই জোর দৌড়। শুধু আলকারাজ কেন, তাঁর প্রতিদ্বন্দ্বী আলেক্সান্দার জভেরেভ এবং আম্পায়ারও দৌড়ে কোর্ট ছেড়েছেন। এটিপি ট্যুর ওয়েবসাইটে ভিডিওতে দেখা গেল, চেয়ার ছাড়ার আগেই লাইয়ানিকে হুল ফুটিয়েছে পতঙ্গের দল। ওহ্‌, বলাই হয়নি—যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি প্যারিবাস ওপেনের কোয়ার্টার ফাইনাল থামিয়ে দেওয়া বেরসিকটি আসলে এক দঙ্গল মৌমাছি।

জার্মানির জভেরেভের সঙ্গে আলকারাজ ম্যাচে ১–১ গেমে সমতায় থাকতে মৌমাছির দলের আক্রমণের কারণে স্থগিত হয় খেলা। প্রায় দুই ঘণ্টা পর কোর্টে ফিরে ৬–৩, ৬–১ ব্যবধানের জয় তুলে নিয়ে সেমিফাইনালে ইয়ানিক সিনারের মুখোমুখি হওয়া নিশ্চিত করেন দ্বিতীয় বাছাই আলকারাজ। কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে চেক প্রজাতন্ত্রের জিরি লেহাকোকে ৬–৩, ৬–৩ গেমে হারান সিনার। চলতি বছর এ নিয়ে টানা ১৬ ম্যাচ জিতলেন ইতালিয়ান তারকা। শনিবার সেমিফাইনালে মুখোমুখি হবেন সিনার–আলকারাজ।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, কোর্টে স্পাইডার ক্যামেরা ছেঁকে ধরেছিল মৌমাছির দল। কোর্টে একজন লোক মৌমাছি তাড়াতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করেন। এ ছাড়া স্প্রে বোতলও ব্যবহার করা হয়। ম্যাচ শেষে মৌমাছির আক্রমণ নিয়ে দুবারের গ্র্যান্ডস্লামজয়ী আলকারাজ বলেছেন, ‘এটা খুবই অদ্ভুত। টেনিস ম্যাচে আমি কখনো এমনকিছু দেখিনি। মিথ্যা বলব না, মৌমাছি দেখে ভয় পাই। ম্যাচ পুনরায় শুরু হওয়ার পর মৌমাছি থেকে দূরে থেকে নিজের যা করা প্রয়োজন ছিল সেটা করেছি।’

আরও পড়ুন

আলকারাজ জানিয়েছেন, তৃতীয় গেমে সার্ভ করে পয়েন্ট পাওয়ার পর মৌমাছির দল তাঁর চোখে পড়ে, ‘ভেবেছি, অল্প কিছু হবে। কিন্তু আকাশে তাকিয়ে দেখি হাজারে হাজার উড়ছে, চুলেও এসে বসেছে, পাগলাটে অবস্থা আরকি! গা বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু এটা অসম্ভব।’

ভ্যাকুয়াম দিয়ে ক্যামেরার ওপর থেকে মৌমাছি সরাচ্ছেন ল্যান্স ডেভিস
এএফপি

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলেন জশুয়া ট্রি ন্যাশনাল পার্ক থেকে ইন্ডিয়ান ওয়েলসের দূরত্ব বেশি নয়। কেউ কেউ দাবি করেন, ন্যাশনাল পার্ক থেকে উড়ে আসতে পারে মৌমাছির দল। বিএনপি প্যারিবাস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ একটি ভিডিও ছেড়েছে। সেখানে দেখা যায় ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে এক ব্যক্তি ক্যামেরায় ছেঁকে ধরা মৌমাছি শুষে নিচ্ছেন।

টেনিসবিষয়ক ওয়েবসাইট টেনিস ডট কম জানিয়েছে, ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে কাজ করা সেই ব্যক্তিটি আসলে মৌমাছি পালনকারী ল্যান্স ডেভিস। তিনি ‘কিলার বি লাইভ রিমুভাল’ সংগঠনের সভাপতি। সবাইকে পরিস্থিতিটা বোঝাতে কোর্টে দাঁড়িয়ে কথাও বলেন তিনি।

আরও পড়ুন