১ ঘণ্টা ৪৮ মিনিটেই ‘সাম্রাজ্য’ বেদখল ইউএস ওপেনের ‘রানি’র

হারের পর ইগা সিওনতেকছবি: এএফপি

ইউএস ওপেনের ‘সাম্রাজ্য’ বেদখল হওয়ার পর ইগা সিওনতেকের ‘মুকুট’ও হাতছাড়া হচ্ছে!

ফ্লাশিং মিডোয় বিলি জিন কিং টেনিস সেন্টারে কাল চতুর্থ রাউন্ডের ম্যাচে লাটভিয়ার ২০তম বাছাই ইয়েলেনা ওস্তাপেঙ্কোর মুখোমুখি হয়েছিলেন ইউএস ওপেনে মেয়েদের এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সিওনতেক। প্রথম সেট জিতে কোয়ার্টার ফাইনালের ওঠার পথেই ছিলেন। কিন্তু পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেন ওস্তাপেঙ্কো।

১ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে ওস্তাপেঙ্কোর কাছে ৩-৬, ৬-৩ ও ৬-১ গেমের হারে সিওনতেক শুধু ইউএস ওপেন থেকে বিদায়ই নেননি, মেয়েদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও হারাবেন। ইউএস ওপেন শেষে হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসবেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা। এর মধ্য দিয়ে সিওনতেকের ৭৫ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার ইতি ঘটবে।

আরও পড়ুন

কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বাছাই কোকো গফের মুখোমুখি হবেন ওস্তাপেঙ্কো। এ নিয়ে সিওনতেকের বিপক্ষে চারবারের মুখোমুখিতে প্রতিবারই জিতলেন লাটভিয়ান তারকা। সিওনতেক চতুর্থ রাউন্ডে উঠে আসার পথে নিজের প্রথম তিন ম্যাচে একটি সেটও হারেননি। বোঝাই যাচ্ছিল, দারুণ ফর্মেই আছেন।

দারুণ জয়ই তুলে নিয়েছেন ওস্তাপেঙ্কো
ছবি: এএফপি

কিন্তু ওস্তাপেঙ্কোর বিপক্ষে নামতে হলো মাটিতে। কীভাবে? উত্তরটা জয়ের পরই দিয়েছেন ওস্তাপেঙ্কো, ‘আমি জানতাম আক্রমণাত্মক হতে হবে এবং নিজের খেলাটা খেলতে হবে, কারণ সে এটাতে অস্বস্তিতে ভোগে।’ ওস্তাপেঙ্কো এবারের ইউএস ওপেনের আগে এই প্রতিযোগিতায় কখনো চতুর্থ রাউন্ডে উঠতে পারেননি।

ছেলেদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ক্রোয়েশিয়ার বোর্না গোজোকে ৬-২, ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছেন জোকোভিচ। দ্বিতীয় বাছাই জোকোভিচ ফ্রিৎজের বিপক্ষে এর আগে সাতবারের মুখোমুখিতে প্রতিবারই জিতেছেন।

আরও পড়ুন