মেজাজ হারিয়ে মেদভেদেভের ৯২ লাখ টাকা আক্কেলসেলামি
এবারের অস্ট্রেলিয়ান ওপেনটা হয়তো কখনোই মনে করতে চাইবেন না দানিল মেদভেদেভ। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে র্যাঙ্কিংয়ের পঞ্চম বাছাই ও সাবেক গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ডেই।
তবে মাঠের বিদায়েই শেষ নয়, বিদায়ের পর এখন অসদাচরণের জন্য তাঁকে গুনতে হচ্ছে ৯২ লাখ টাকার জরিমানাও। তবে মেদভেদের এই জরিমানা একটি ঘটনার জন্য নয়, একাধিক ঘটনার জন্য।
মেদভেদের মেজাজ হারানো শুরু প্রথম রাউন্ডের ম্যাচ থেকে। থাইল্যান্ডের কাসিদিত সামরেজের বিপক্ষে ৫ সেটে গড়ানো সেই ম্যাচে প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান মেদভেদেভ। এরপর তৃতীয় সেটেও যখন কাসিদিত জয়ের পথে ছিলেন, তখন আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি মেদভেদেভ।
একপর্যায়ে নেটের কাছে গিয়ে সর্বোচ্চ শক্তিতে র্যাকেট দিয়ে নেট ক্যামেরার দিকে পাঁচবার আঘাত করেন অস্ট্রেলিয়ান ওপেনের তিনবারের রানারআপ। এতে তাঁর র্যাকেট তো ভাঙেই, ক্যামেরাটাও ভেঙে যায়। এ ঘটনায় মেদভেদেভকে জরিমানা করা হয়েছে ১০ হাজার ডলার।
মেজাজ হারিয়েও প্রথম রাউন্ডের সেই ম্যাচে শেষ পর্যন্ত জিতেছিলেন মেদভেদেভ। কিন্তু বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে আর শেষ রক্ষা হয়নি। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৩-২ সেটে হেরে যান রাশিয়ান এই টেনিস তারকা।
১৯ বছর বয়সী লার্নার তিয়েনের কাছে মেদভেদেভ হারেন ৬-৩, ৭-৬(৭/৪), ৬-৭ (৮/১০), ১-৬ এবং ৭-৬ (১০/৭) গেমে। এই ম্যাচ চলার সময় মেজাজ হারিয়ে এক সময় বিজ্ঞাপনী বিলবোর্ডের দিকে র্যাকেট ছুড়ে মারেন।
পরে ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনেও যাননি মেদভেদেভ। এ ছাড়া খেলার সময় আম্পায়ারের সঙ্গেও জড়ান বিতণ্ডায়। আর এসব কারণে মেদভেদেভকে গুনতে হচ্ছে ৬৬ হাজার ডলার জরিমানা। অর্থাৎ দুই ঘটনা মিলিয়ে মেদভেদেভকে দিতে হবে ৭৬ হাজার ডলার জরিমানা, বাংলাদেশি মুদ্রায় যা ৯২ লাখ টাকার বেশি।