যে কারণে এক ফ্রেমে ‘৬৯’

অবসর নিয়েছেন আগেই। এবার নাদালকে বিদায় সংবর্ধনা দিল ফ্রেঞ্চ ওপেন। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন যেখানে, সে জায়গায় বিদায় সংবর্ধনা নিতে এসে সবার ভালোবাসায় সিক্ত হয়ে কেঁদেছেন টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদাল।
রাফায়েল নাদালের হাতে ক্রেস্ট তুলে দিলেন ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টের পরিচালক ও সাবেক টেনিস খেলোয়াড় এমিলি মরেসমো (বাঁয়ে) এবং ফ্রান্সের টেনিস ফেডারেশনের সভাপতি জাইলস মরেত্তন
এএফপি
বিদায়ী অনুষ্ঠানে ছেলে রাফা জুনিয়রকে নিয়ে এসেছিলেন নাদাল
এএফপি
ভক্ত–সমর্থকদের অভিনন্দনের জবাবে হাত নাড়ছেন নাদাল
এএফপি
এক ফ্রেমে ৬৯টি গ্র্যান্ড স্লাম শিরোপার চার মালিক! (বাঁ থেকে) অ্যান্ডি মারে, রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। জোকোভিচের ২৪, নাদালের ২২ ও ফেদেরারের ২০টির তুলনায় মারের শিরোপা খুবই কম, মাত্র ৩টি। কিন্তু সমসাময়িক এই চার টেনিস খেলোয়াড়কে ডাকা হতো ‘ফ্যাবুলাস ফোর’। তাঁরা সবাই কাল রোলাঁ গারোতে একত্র হয়েছিলেন নাদালকে ফ্রেঞ্চ ওপেনের দেওয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে।
এএফপি
ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না নাদাল
এএফপি
বিদায়ী বক্তব্য দিতে দিতেই সাবেক তিন প্রতিদ্বন্দ্বীর দিকে দুহাত বাড়িয়ে দিলেন নাদাল
এএফপি