ফ্রেঞ্চ ওপেনে এবার যা যা ঘটতে পারে

নোভাক জোকোভিচের সামনে একটি রেকর্ড শুধুই নিজের নামে করে নেওয়ার হাতছানি। ইগা সিওনতেককে ডাকছে হ্যাটট্রিক আর রাফায়েল নাদালের ‘শেষ’—আজ থেকে শুরু হতে যাওয়া এবারের ফ্রেঞ্চ ওপেনে আরও যা ঘটতে পারে, দেখে আসা যাক একনজরে—

একলা হবেন জোকোভিচ?

পাঁচ বছর বিরতির পর ফ্লাশিং মিডোতে গত বছর আরেকটি শিরোপা জেতেন নোভাক জোকোভিচ। সেই শিরোপা জিতে রাফায়েল নাদালকে পেছনে ফেলে গ্র্যান্ড স্লাম একক শিরোপা জয়ে সর্বকালের সেরা হয়ে যান জোকোভিচ। পরে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন জিতে ছুঁয়ে ফেলেন মার্গারেট কোর্টের নারী-পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড (২৪টি)। রোলাঁ গারোতে আজ থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলে রেকর্ডটিতে শুধুই নিজের নাম লিখিয়ে নেবেন জোকোভিচ। গত বছর ফ্রেঞ্চ ওপেনে নিজের তৃতীয় শিরোপা জিতেছেন তিনি। এতেও একটি রেকর্ডের মালিক হয়েছেন—উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লামের সব কটিতেই তিনটি করে শিরোপা জিতেছেন জোকোভিচ।

বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার হাতে টেনিস তারকা নোভাক জোকোভিচ
এএফপি

এবার চতুর্থবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতেল আরেকটি রেকর্ডও ধরা দেবে জোকোভিচকে। প্রথম খেলোয়াড় হিসেবে সবগুলো গ্র্যান্ড স্লাম অন্তত চারবার জিতবেন ৩৭-এ পা দেওয়া সার্বিয়ান তারকা।

পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিওনতেককে হাতছানি দিচ্ছে হ্যাটট্রিক
রয়টার্স

সিওনতেকের হ্যাটট্রিকের সুযোগ

১২ মাস আগে টানা দ্বিতীয়বারের মতো প্যারিসের রানি হয়েছেন ইগা সিওনতেক। কারোলিনা মুখোভাকে ফাইনালে হারিয়ে জেতা এই শিরোপা ফ্রেঞ্চ ওপেনে ছিল সিওনতেকের তৃতীয়। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর গত বছর প্রথম নারী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনে শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছিলেন পোলিশ তারকা। ২০০৭ সালে বেলজিয়ান তারকা হেনিন প্যারিসে জিতেছিলেন টানা তৃতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপা। এবার সিওনতেকের সামনে হেনিনের সেই কীর্তিকে ধরে ফেলার সুযোগ। ২০১৪ সালে ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসের পর আর কোনো নারী খেলোয়াড় কোনো গ্র্যান্ড স্লামেই টানা তিনটি শিরোপা জিততে পারেননি।

ওসাকার পর সিনার?

নোভাক জোকোভিচকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠা ইয়ানিক সিনারের সামনে অন্য রকম একটা প্রথমের হাতছানি। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে নিজের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা টানা জিততে পারেন সিনার। ইতালিয়ান এই খেলোয়াড়ের আগে উন্মুক্ত যুগে সর্বশেষ এই কীর্তি গড়েছেন নাওমি ওসাকা। জাপানের টেনিস তারকা নিজের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০১৮ সালের ইউএস ওপেন ও ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনে। ইউএস ওপেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম আর অস্ট্রেলিয়ান ওপেন বছরের প্রথম

ইউএস ওপেনের শিরোপা হাতে কোকো গফ
এএফপি

গফের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের অপেক্ষা

২০২২ সালে ইউএস ওপেনের ফাইনাল শেষে কাঁদতে হয়েছিল কোকো গফকে। যুক্তরাষ্ট্রের উঠতি তারকা সেবার খুব কাছে গিয়েও জিততে পারেননি নিজের প্রথম গ্র্যান্ড স্লাম। অবশেষে কাঙ্ক্ষিত সেই শিরোপা তিনি জেতেন গত বছরের ইউএস ওপেনে। এবার ফ্রেঞ্চ ওপেন জিতলে মারিয়া শারাপোভার পর ২০ বছর বয়সের মধ্যে দুটি গ্র্যান্ড স্লাম জেতা প্রথম নারী হবেন গফ

স্প্যানিশ টেনিস মহাতারকা রাফায়েল নাদাল
এএফপি

নাদালের শেষ

২০০৫ সালে প্রথম, সর্বশেষটি ২০২২ সালে। ফ্রেঞ্চ ওপেনে সব মিলিয়ে রাফায়েল নাদাল জিতেছেন ১৪টি শিরোপা। লম্বা ক্যারিয়ারে রোলাঁ গারো নাদালের জন্য ‘জাদুকরি’ এক জায়গাই। জাদুকরি এই জায়গায় এবারের পর হয়তো আর তাঁকে দেখা যাবে না। আগামী ৩ জুন ৩৮তম জন্মদিন পালন করতে চলা নাদালকে নিয়ে এবারের ফ্রেঞ্চ ওপেনে আলোচনাটা এ রকমই। কয়েক বছর ধরে চোটের সঙ্গে লড়াই করে আসা নাদাল এবার প্রথম রাউন্ডেই মুখোমুখি হবেন আলেক্সান্দর জভেরেভের। কে জানে, চোট কাটিয়ে আসা নাদাল এই বাধা পেরিয়ে পরের রাউন্ডে যেতে পারবেন কি না! না হলে যে নিজের প্রিয় ভেন্যুতে বিদায়টা যে খুবই সাদামাটা হবে তাঁর।