২২ বছর বয়সেই তাঁর আয় ৫৪৬ কোটি টাকা

ফ্রেঞ্চ ওপেনের ট্রফি হাতে কার্লোস আলকারাজএএফপি

রোলাঁ গারোতে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য এক গল্প লিখে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ। ২২ বছর বয়সী তরুণ স্প্যানিশের এটি পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা। লাল দুর্গে নিজের দ্বিতীয় শিরোপা জিতে আলকারাজ প্রাইজমানি বা অর্থ পুরস্কার হিসেবে পেয়েছেন ২৯ লাখ ডলার বা ৩৫ কোটি ৪৪ লাখ টাকার মতো।

যার ফলে অর্থ পুরস্কার থেকে ক্যারিয়ারে এখন পর্যন্ত আলকারাজের প্রাপ্তি ৪ কোটি ৪৭ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫৪৬ কোটি টাকা। যা তাঁকে এখন অর্থ পুরস্কার থেকে সর্বোচ্চ আয় করা টেনিস তারকাদের মধ্যে সাত নম্বরে নিয়ে এসেছে।

ফ্রেঞ্চ ওপেন জিতে সাত নম্বরে ওঠার পথে আলকারাজ পেছনে ফেলেছেন কিংবদন্তি মার্কিন টেনিস তারকা পিট সাম্প্রাসকে। ৫২৭ কোটি টাকা প্রাইজমানি নিয়ে এত দিন সাত নম্বর ছিলেন সাম্প্রাস।

এই তালিকায় আলকারাজের ওপরে থাকা ছয় টেনিস তারকা হলেন দানিল মেদভেদেভ, আলেকসান্দার জভেরভ, অ্যান্ডি মারে, রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে মেদভেদেভ (৫৬৫), জভেরভ (৬৫২) ও মারেকে (৭৮৯) সহজেই টপকে যেতে পারবেন এই স্প্যানিশ তরুণ।

তবে টেনিসের সর্বকালের তিন সেরা ফেদেরার, নাদাল ও জোকোভিচকে টপকাতে হলে এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে আলকারাজকে।

টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ পুরস্কার পাওয়া খেলোয়াড়