এক যুগে কেনিনই সর্বকনিষ্ঠ 'রানি'

মেলবোর্ন পার্কের নতুন রানি সোফিয়া কেনিন। ছবি: এএফপি
মেলবোর্ন পার্কের নতুন রানি সোফিয়া কেনিন। ছবি: এএফপি
>অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনালে গারবিনিয়ে মুগুরুজাকে হারিয়ে শিরোপা জিতলেন সোফিয়া কেনিন

মেলবোর্ন পার্কে মেয়েদের ফাইনালে প্রথম সেট যাঁরা জেতেন, তাঁরাই শিরোপা উঁচিয়ে ধরেন। ২০১৪ সাল থেকে অন্তত এটাই রীতি! সময়টা আরও পিছিয়ে ১৪ বছরের হিসাব কষলে মাত্র দুবার ২০১১ সালে কিম ক্লাইস্টার্স ও ২০১৩ সালে ভিক্টোরিয়া আজারেঙ্কা পিছিয়ে পড়েও ট্রফি জিতেছিলেন। ধারার বিপরীতে চলা ক্লাইস্টার্স-আজারেঙ্কার সঙ্গে সর্বশেষ যুক্ত হলেন সোফিয়া কেনিনও। আজ অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের ফাইনালে প্রথম সেটে পিছিয়ে পড়েও কেনিন ৪-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন স্পেনের গারবিনিয়ে মুগুরুজাকে। অস্ট্রেলিয়ান ওপেনের নতুন ‘রানি’ এখন কেনিন।

এই ফাইনাল কেনিন আজ শনিবার জিতলেন ২১ বছর ৮০ দিন বয়সে। গত ১২ বছরে এত কম বয়সে কোনো প্রতিযোগীই মেলবোর্ন পার্কে ট্রফি জিততে পারেননি। তাঁর আগে কম বয়সে ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন মারিয়া শারাপোভা।

অথচ ক্যারিয়ারে এটাই ছিল তাঁর প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। আগের সেরা সাফল্য গত বছর ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে খেলা। সেই কেনিনই হারিয়ে দিলেন তুলনামূলক অভিজ্ঞ গারবিনিয়ে মুগুরুজাকে। তাও প্রথম সেটে পিছিয়ে পড়ে। ম্যাচ শেষের পরও যেন একটা স্বপ্নের ঘোরেই ছিলেন কেনিন। অকপটে বলেও ফেললেন, ‘আমার স্বপ্নটা শেষ পর্যন্ত কাগজে-কলমে সত্যি হলো। এই অনুভূতিটা বর্ণনা করতে পারব না। স্বপ্ন সত্যি হওয়ার ব্যাপারটা অসাধারণ।’