চোটের কাছে হার মানলেন নাদাল

সংবাদ সম্মেলনে রাফায়েল নাদালছবি: রয়টার্স

‘এটাই হয়তো আমার শেষ ম্যাচ’—এ বছরের ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে প্রতিটি ম্যাচ শেষেই বলতে বাধ্য হয়েছিলেন রাফায়েল নাদাল। চোটকে জয় করে ফ্রেঞ্চ ওপেন জেতা স্প্যানিশ মহাতারকা উইম্বলডনে হার মানলেন সেই চোটের কাছেই। বৃহস্পতিবার রাতে ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক নিশ্চিত করেছেন, শুক্রবার নিক কিরিওসের বিপক্ষে সেমিফাইনালে খেলছেন না তিনি।

যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজের বিপক্ষে খেলা কোয়ার্টার ফাইনালে পেটের পেশির চোটে পড়েন নাদাল। ওই চোট সামলে সেদিন পাঁচ সেটের মহাকাব্যিক ম্যাচ জিতে শেষ চারে উঠেছিলেন নাদাল। কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হলো সেই চোটেই।

সংবাদ সম্মেলন শেষে রাফায়েল নাদাল
ছবি: রয়টার্স

তাতে যেমন জিবে জল আনা এক ম্যাচ দেখা থেকে বঞ্চিত হলেন টেনিস–ভক্তরা, তেমনি নাদালের এক পঞ্জিকাবর্ষে সব কটি গ্র্যান্ড স্লাম জয়ের অভিযানও শেষ হলো। আর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে গেলেন অস্ট্রেলিয়ার কিরিওস।

৩৬ বছর বয়সী নাদাল লন্ডনে সংবাদ সম্মেলনে সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেন, ‘পেটের পেশির যন্ত্রণার কারণে আমি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এই অবস্থায় টানা দুই ম্যাচ জয়ের চিন্তাও করতে পারছি না। আমার কাছে শিরোপার চেয়ে নিজের সুখ–স্বাচ্ছন্দ্যই বেশি গুরুত্বপূর্ণ। যদিও আপনারা সবাই জানেন, আমি কতটা চেষ্টা করেছি। তবে আমি দু–তিন মাস খেলার বাইরে থাকার ঝুঁকি নিতে পারি না। আমার মন খুব খারাপ।’

মন তো খারাপ টেনিসেরই।