নাদালকে ছোঁয়া হলো না জোকোভিচের

পারলেন না জোকোভিচছবি : রয়টার্স

টেনিসে ‘ত্রিরত্ন’-এর মধ্যে এই কীর্তি আছে শুধুই রাফায়েল নাদালের। রজার ফেদেরার পারেননি কখনো, পারলেন না নোভাক জোকোভিচও। টোকিও অলিম্পিকে নাদালের পাশাপাশি ফেদেরারও নাম প্রত্যাহার করে নেওয়ায় এবার সেই কীর্তি গড়তে পারেন জোকোভিচ, এমনটা মনে করা হলেও শেষ পর্যন্ত হলো না।

কীর্তিটা অলিম্পিকে সোনা জয়ের। অলিম্পিকে কখনো সোনা জেতা হয়নি জোকোভিচের। রাফায়েল নাদালের আছে এই অর্জন। রজার ফেদেরারের মতো জোকোভিচের অর্জনের ঝুলিতেও এ সাফল্য নেই। জোকোভিচ সেই আক্ষেপ ঘোচাতেই এসেছিলেন এবার টোকিও অলিম্পিকে।

এসেছিলেন বলতে হচ্ছে, কারণ এবারও অলিম্পিকে সোনার পদক অধরা থেকে গেছে জোকোভিচের। আজ সেমিতে জার্মান তারকা অ্যালেক্সান্ডার জভেরেভের কাছে ২-১ সেটে হেরে বসেছেন তিনি।

ফেদেরার তা–ও নিজেকে এই ভেবে শান্তি দিতে পারেন যে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বদেশি স্তানিসলাস ভাভরিঙ্কার সঙ্গে দ্বৈত টেনিসে সোনা জিতেছিলেন। জোকোভিচের কপালে এখনো সেটাও জোটেনি!

অ্যালেক্সান্ডার জভেরেভ।
ছবি : রয়টার্স

ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচের লক্ষ্য এবার ছিল গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জেতা। একই বছরে অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পাশাপাশি অলিম্পিকেও সোনা জিতলে সেই অর্জনকে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম বলা হয়।

টেনিস ইতিহাসে এক স্টেফি গ্রাফ ছাড়া এই কৃতিত্ব কারও নেই। ১৯৯৮ সালে ১৯ বছর বয়সী গ্রাফ এই কৃতিত্ব গড়েন।

প্রথম সেটে ৬-১ গেমে হেরে যাওয়ার পরের দুই সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান জভেরেভ। পরের দুই সেট জিতে নেন ৬-৩ ও ৬-১ গেমে। শেষ ১১ গেমের ১০টা জিতে অবিশ্বাস্যভাবে জোকোভিচকে পেছনে ফেলেন জভেরেভ, উঠে যান ফাইনালে। দিনের আরেক সেমিফাইনালে স্পেনের পাবলো কারেনিয়া বুস্তাকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন রাশিয়ার কারেন খাচানোভ। ফাইনালে জভেরেভ লড়বেন এই খাচানোভের বিপক্ষেই।