‘নাদালের রেকর্ডের কাছেও যেতে পারবে না কেউ’

ফ্রেঞ্চ ওপেনে ১৩তম শিরোপা জিতে গ্র্যান্ড স্লাম জয়ে ফেদেরারের পাশে বসেছেন নাদাল।ছবি: এএফপি

টেনিসের ইতিহাস লিখতে গেলে পিট সাম্প্রাসের নাম আসবেই। যুক্তরাষ্ট্রের সাবেক তারকাই যে এক সময় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ছিলেন। সাম্প্রাসের ১৪ গ্র্যান্ড স্লামের রেকর্ড ২০০৯ সালে পেরিয়ে যান রজার ফেদেরার। আর গত রোববার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়া রাফায়েল নাদাল কিনা এক ফ্রেঞ্চ ওপেনই জিতেছেন ১৩ বার।

রোলাঁ গারোয় নাদালের অবিশ্বাস্য এই রেকর্ড কি কখনো ভাঙবে? একটা সময় রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচের পরেই যার নাম উচ্চারিত হতো সেই অ্যান্ডি মারে মনে করেন এই রেকর্ড ভাঙার নয়। কাল জার্মানির কোলনে মারে কথা বলেছেন নাদালকে নিয়ে, ‘অবিশ্বাস্য অর্জন। সে রোলাঁ গারোয় যা করেছে সেই রেকর্ড কখনো ভাঙবে বলে মনে হয় না। সে আরও একবার জিততে পারে, সংখ্যাটা শেষ পর্যন্ত হয়তো ১৪-১৫ হয়ে যাবে। সাম্প্রাস যত গ্র্যান্ড স্লাম জিতেছে সে কিনা এক টুর্নামেন্টেই তার চেয়ে মাত্র একটি কম জিতেছে।’

আমার মনে হয় না এই রেকর্ডের পুনরাবৃত্তি হবে। আমি আসলে মনে করি কেউ এই রেকর্ডের কাছাকাছিও যেতে পারবে না।
অ্যান্ডি মারে

ফ্রেঞ্চ ওপেন মানেই যেন নাদাল। লাল দুর্গের রাজা প্যারিসের লাল কোর্টে ১০২ ম্যাচ খেলে হেরেছেন মাত্র দুবার। রোলাঁ গারোয় মারের রেকর্ডকে খেলাধুলার ইতিহাসেরই অন্যতম সেরা রেকর্ড মানছেন তিন বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন মারে, ‘ এটা অবিশ্বাস্য। আমি এটাকে খেলাধুলার অন্যতম সেরা রেকর্ড মনে করি। আমার মনে হয় না এই রেকর্ডের পুনরাবৃত্তি হবে। আমি আসলে মনে করি কেউ এই রেকর্ডের কাছাকাছিও যেতে পারবে না।’

ক্যাপশন: ১ থেকে ১৩—ফ্রেঞ্চ ওপেনে নাদালের ১৩ শিরোপা।
ছবি: এএফপি

গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা শেষ পর্যন্ত কার দখলে যেতে পারে এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে মারেকে, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব কারণ কী হতে পরে আপনি তা জানেন না। কেউ চোটে পড়তে পারে, তাতে আমার মতো পুরো ক্যারিয়ারেরই মোড়ই ঘুরে যেতে পারে। তাই তাদের সবাই সুস্থ থাকবে ও একই বয়সে অবসর নেবে ধরে আমি বলব রাফা (নাদাল) অথবা নোভাকের (জোকোভিচের) একজন।’

ফ্রেঞ্চ ওপেনে অবিশ্বাস্য রেকর্ড, পুরুষ টেনিস সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ে ফেদেরারের পাশে বসা—অনেকেই নাদালের মাথাতেই সর্বকালের সেরার মুকুট তুলে দিতে চাইছেন। নাদাল নিজেও কি তেমনটা ভাবেন, কাল পেশাদার টেনিসের অভিভাবক সংস্থা এটিপির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তর দিতে হয়েছে নাদালকে।

সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী পুরুষ খেলোয়াড় (শীর্ষ ৫)

লাল দুর্গের রাজা অবশ্য বললেন ভবিষ্যৎই উত্তর দেবে এই প্রশ্নের, ‘টেনিসের ইতিহাস যাদের খুব ভালো জানা তারা এই সংখ্যাগুলোকে বিশ্লেষণ করবেন। সত্যি বলি, আমার কাছে এগুলো খুব বড় ব্যাপার নয়। আমি আমার ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট। এই মুহূর্তে অবশ্য এটি পরিষ্কার আমি সেরা দুজনের একজন। আমাদের দেখতে হবে আগামী কয়েক বছরে কী হয়—জোকোভিচ কী করে, ফেদেরার ফিরে এসে কী করে আর আমি কী করি। সবকিছু ঠিক থাকলে আমাদের ক্যারিয়ার শেষে সবকিছুর তুল্যমূল্য বিচার করার সুযোগ পাব আমরা।’