নিজের ‘ঘরে’ ফিরেই নাদালের হুংকার

ফ্রেঞ্চ ওপেনে শূভ সূচনা নাদালের।ছবি: রয়টার্স

ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন উনিশটা, বারোটাই এখানে। রোলাঁ গারোঁর সঙ্গে রাফায়েল নাদালের গাঁটছড়াটা অন্য রকম, মাটির কোর্টকে তাঁর নিজের ঘর বললেও হয়তো কম বলা হয় না। যে কারণে করোনাভীতির জন্য কিছুদিন আগে ইউএস ওপেন না খেললেও, ঠিকই ফ্রেঞ্চ ওপেন খেলতে চলে এসেছেন বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। ধরে রাখতে এসেছেন শিরোপা। আর সেই শিরোপা রক্ষার লড়াইয়ে শুরুটা বেশ ভালোই হয়েছে এই স্প্যানিশ তারকার।

প্রথম রাউন্ডে বেলারুশের অবাছাই খেলোয়াড় এগর গেরাসিমোভকে হারাতে তেমন বেগ পেতে হয়নি নাদালকে, ৬-৪, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন ক্লে কোর্টের রাজা। দ্বিতীয় রাউন্ডে র‍্যাংকিংয়ের ২১১ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের মুখোমুখি হবেন তিনি। ওদিকে সদ্য ইউএস ওপেন জেতা ডমিনিক থিম প্রথম রাউন্ডে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে। ভুলে যাওয়ার মতো এক জন্মদিন কাটালেন ২০১৪ ইউএস ওপেনজয়ী চিলিচ। গত দুবার এই ডমিনিক থিমকে ফাইনালে হারিয়েই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন নাদাল। নাদালের পর নতুন তারকাদের মধ্যে এই থিমকেই মাটির কোর্টের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হিসেবে ধরা হয়। দ্বিতীয় রাউন্ডে থিমের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জ্যাক সক। আগের দিনই সুইস তারকা স্তানিসলাস ভাভরিঙ্কার কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।

দ্বিতীয় রাউন্ডে নাদাল উঠেছেন সহজেই।
ছবি : রয়টার্স

অস্ট্রিয়ার ডেনিস নোভাককে হারিয়ে শুভসূচনা করেছেন সদ্য শেষ হওয়া ইউএস ওপেনের রানার্স-আপ ষষ্ঠ বাছাই আলেক্সান্ডার জভেরেভ। ৭-৫, ৬-২, ৬-৪ গেমে ম্যাচ জিতেছেন এই জার্মান তারকা। প্রথম রাউন্ডে পুরুষ এককে অঘটন একটাই। হাঙ্গেরির মার্তন ফুকসোভিকসের কাছে হেরে বসেছেন চতুর্থ বাছাই দানিল মেদভেদেভ, কয়েক দিন আগে ইউএস ওপেনের সেমিফাইনাল খেলেছেন যিনি। মেদভেদেভের হারটা ৪-৬, ৬-৭, ৬-২, ১-৬ গেমে। এই নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ দশে থাকা কোনো খেলোয়াড়কে হারালেন ফুকসোভিকস।

নারী এককে ক্রিস্টি হানকে ৭-৬, ৬-০ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা উইলিয়ামস।