ফেদেরার-নাদালের মাঝে এখন শুধুই জোকোভিচ

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন জোকোভিচ।ছবি : রয়টার্স

স্তেফানোস সিতসিপাস নিজেকে কৃতিত্ব দিতেই পারেন। পুরুষ এককে টেনিস ত্রিমূর্তির এই যুগে ফেদেরার-নাদাল-জোকোভিচ বাদে কারও গ্র্যান্ড স্লাম জেতা তো দূর, ম্যাচ জেতাটাই কষ্টকর হয়ে যায়। বিশেষ করে নাদাল আর জোকোভিচের ক্ষেত্রে।

হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে কিছুদিন আগেই তো ত্রিমূর্তির বাইরে ইউএস ওপেন জিতে দেখালেন ডমিনিক থিম। কিন্তু সেবার নাদাল নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন করোনার কারণে, ফেদেরারকে দূরে সরিয়ে রেখেছিল চোট, আর ওদিকে জোকোভিচ ম্যাচ অফিশিয়ালের গায়ে বল মেরে উটকো বিপাকে পড়ে ছিটকে পড়েন টুর্নামেন্ট থেকে। এসবের প্রভাব যে পড়েনি থিমের জয়ে, এমন দাবি কেউ করবেন বলে মনে হয় না!

পঞ্চম সেট পর্যন্ত গিয়েও শীর্ষ বাছাই জোকোভিচকে আটকাতে পারেননি সিতসিপাস।
ছবি : রয়টার্স

এবারের ফ্রেঞ্চ ওপেনে এমন কিছুই ছিল না। নাদালও চলে এসেছেন প্রিয় গ্র্যান্ড স্লাম খেলতে, ইউএস ওপেনে অমন কাণ্ডের পর জোকোভিচের মনোযোগ এখন আরও অখণ্ড। ফ্রেঞ্চ ওপেনের সেমিতে এই দৃঢ়প্রতিজ্ঞ জোকোভিচকে পাঁচ সেট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, দুই সেটে পিছিয়ে পড়েও পরের দুই সেট জিতে ম্যাচে ফিরে আসা, এটাও কি কম কৃতিত্বের? কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জেতা আর হয়নি গ্রিক টেনিস তারকার।

সেমিতে সিতসিপাসকে ৬-৩, ৬-২, ৫-৭, ৪-৬, ৬-১ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই জোকোভিচ। ফাইনালে প্রতিযোগিতার ইতিহাসের শ্রেষ্ঠতম খেলোয়াড় রাফায়েল নাদালের বিপক্ষে আরেকবার কোর্টে নামবেন এই সার্বিয়ান তারকা।

জোকোভিচ চেষ্টা করবেন, পুরুষ এককের ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার (২০টি) কে যেন এখনই স্পর্শ না করতে পারেন নাদাল (১৯)। চেষ্টা করবেন নিজের ১৮তম গ্র্যান্ড স্লামটি জিতে ফেদেরার-নাদালের সঙ্গে নিজের ব্যবধানটা আরেকটু কমিয়ে আনার।

কোয়ার্টারে পাবলো কারেনিয়া বুস্তার বিপক্ষে বাহু আর কাঁধের চোট বেশ ভুগিয়েছে জোকোভিচকে। কিন্তু গত রাতে সেমিফাইনালে জোকোভিচের খেলা দেখে চোট আছে বলে একেবারেই মনে হয়নি। দুই সেটে এগিয়ে যাওয়ার পর সিতসিপাসের দুর্দান্ত ‘কামব্যাক’ও টলাতে পারেনি এই সার্বিয়ান তারকাকে।

ফাইনালে নাদালের বিপক্ষে ৫৬তম বারের মতো নামবেন জোকোভিচ। এর মধ্যে ২৯ বার জিতেছেন তিনি, বাকি ২৬ বার নাদাল। দুজনের সর্বশেষ ১৮ বারের দেখায় ১৪ বারই জয়ের হাসি জোকোভিচের। কিন্তু রোলাঁ গারোঁয় দুজনের লড়াইয়ে আবার নাদালের আধিপত্য। এখানে সর্বশেষ ৭ বারে ৬ বারই জিতেছেন নাদাল, যার মধ্যে দুবার ফাইনালে।

ফাইনাল জিতলে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের দৌড়ে নাদাল তো ফেদেরারকে ছোঁবেনই, মাটির কোর্টে জিতবেন নিজের ১৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ওদিকে জোকোভিচের সামনে হাতছানি দিচ্ছে আরেকটি রেকর্ড, ফাইনাল জিতলে ওপেন যুগে সর্বপ্রথম পুরুষ হিসেবে প্রত্যেকটা গ্র্যান্ড স্লাম অন্তত দুবার করে জেতা হয়ে যাবে জোকোভিচের।
অপেক্ষা এখন রোববারের। অপেক্ষা নতুন ইতিহাসের সাক্ষী হওয়ার।