ওয়ানডে বিশ্বকাপের বছরে দুনিয়ায় যত খেলা

অক্টোবর–নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপছবি: টুইটার

বিগত দুই বছরেও দুটি বিশ্বকাপ হয়েছে। কিন্তু সেই বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ক্রিকেটে আগ্রহ-উদ্দীপনা ছিল নিয়ন্ত্রিত। কারণ, বিশ্বকাপ দুটো ছিল টি-টোয়েন্টি সংস্করণের। তবে এবারের আবহটা ভিন্ন।

অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। তিন সংস্করণের মধ্যে ৫০ ওভারের ক্রিকেটটাই বাংলাদেশের কাছে ‘নিজেদের খেলা’ মনে হয়। সাকিব আল হাসানও তাই কিছুদিন ধরে আশাবাদ শুনিয়ে আসছেন, ২০২৩ সাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বছর হবে বলে তাঁর বিশ্বাস।

এ বছর বড় উপলক্ষ আছে দেশের ফুটবলেও। দক্ষিণ এশিয়ান ফুটবলের বিশ্বকাপ বলে পরিচিত ‘সাফ চ্যাম্পিয়নশিপ আছে এ বছর। কবে আর কোথায় হবে সেটি অবশ্য এখনো ঠিক হয়নি। তবে ২০০৫ সালের পর ফাইনালে উঠতে না পারা বাংলাদেশ ফুটবল দল নিয়ে আশাবাদের জায়গা খুব কমই।

বিশ্ব ক্রীড়াঙ্গনে ২০২৩ সালের ক্রিকেটের বাইরে বড় প্রতিযোগিতা হকির বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টই হবে ভারতে। এ ছাড়া সেপ্টেম্বর-অক্টোবরে চীনে হবে এশিয়ান গেমস। টেনিসের গ্র্যান্ডস্লাম আর ক্লাব ফুটবলের মৌসুমি লড়াই আছে সব সময়ের মতো।

ক্রীড়াঙ্গনের ’২৩-এ বাংলাদেশের অংশগ্রহণ করা ও দর্শক আগ্রহ আছে এমন খেলা ও টুর্নামেন্টগুলোর সারা বছরের সূচি দেখে নিন একঝলকে।

জানুয়ারি

ক্রিকেট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু ৬ জানুয়ারি
হকি: ভারতে ছেলেদের হকি বিশ্বকাপ ১৩-২৯ জানুয়ারি
টেনিস: মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন ১৬-২৯ জানুয়ারি

ফেব্রুয়ারি

ক্রিকেট: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ১০-২৬ ফেব্রুয়ারি। আয়োজক: দক্ষিণ আফ্রিকা
ক্রিকেট: বিপিএল ফাইনাল ১৬ ফেব্রুয়ারি
ফুটবল: মরক্কোতে ক্লাব বিশ্বকাপ ১-১১ ফেব্রুয়ারি
যুব গেমস: ঢাকায় দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস শুরু ২৬ ফেব্রুয়ারি, শেষ হবে ৪ মার্চ

২০২৩ সালে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের সূচি
মার্চ: ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি
মার্চ: এপ্রিল: ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি
মে: আয়ারল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি
জুন: ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি
জুলাই: পাকিস্তানে ওয়ানডে এশিয়া কাপ
সেপ্টেম্বর: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে  
অক্টোবর-নভেম্বর: ভারতে ওয়ানডে বিশ্বকাপ
নভেম্বর: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি টেস্ট
ডিসেম্বর: নিউজিল্যান্ড সফরে ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি

মার্চ
ক্রিকেট: বাংলাদেশ-ইংল্যান্ড ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

এপ্রিল

ক্রিকেট: আইপিএল শুরু (সম্ভাব্য ১ এপ্রিল)

মে

টেনিস: ফ্রেঞ্চ ওপেন শুরু ২৮ মে
ফুটবল: ইউরোপা লিগের ফাইনাল ৩১ মে

জুন

ফুটবল: চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ১০ জুন
টেনিস: ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল ১১ জুন
ক্রিকেট: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ শুরু ১৬ জুন

জুলাই

ক্রিকেট: পাকিস্তানে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ
টেনিস: লন্ডনে উইম্বলডন টেনিস ৩ থেকে ১৬ জুলাই
সাঁতার: জাপানে সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১৪-৩০ জুলাই
ফুটবল: মেয়েদের ফুটবল বিশ্বকাপ শুরু ২০ জুলাই, আয়োজক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

ফুটবলে বাংলাদেশ জাতীয় পুরুষ দল
সাফ চ্যাম্পিয়নশিপ: সময় ও ভেন্যু পরে চূড়ান্ত হবে।
মার্চ, জুন, অক্টোবর, নভেম্বর: ফিফা উইন্ডো (প্রতিপক্ষ পরে চূড়ান্ত হবে)

আগস্ট

ফুটবল: মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ২০ আগস্ট
টেনিস: ইউএস ওপেন শুরু ২৮ আগস্ট
অ্যাথলেটিকস: হাঙ্গেরির বুদাপেস্টে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ১৯-২৭ আগস্ট
কমনওয়েলথ যুব গেমস: ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় কমনওয়েলথ যুব গেমস ৪-১১ আগস্ট

সেপ্টেম্বর

টেনিস: ইউএস ওপেনের ফাইনাল ১০ সেপ্টেম্বর
এশিয়ান গেমস: চীনের হাংজুতে এশিয়ান গেমস শুরু ২৩ সেপ্টেম্বর

অক্টোবর

ক্রিকেট: ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ
এশিয়ান গেমস: চীনের হাংজুতে এশিয়ান গেমস শেষ হবে ৮ অক্টোবর

নভেম্বর

ক্রিকেট: ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল (সম্ভাব্য তারিখ ২৩ নভেম্বর)

ডিসেম্বর

ক্রিকেট: বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর (৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি)

২০২৩ সালে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সূচি জানুয়ারি: শ্রীলঙ্কা সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি জুলাই: ভারত সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি অক্টোবর: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ডিসেম্বর: দক্ষিণ আফ্রিকা সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি