‘সেভেন আপ’ ঋতুপর্ণাদের মুখে মুক্তার ঝিলিক

নারী এশিয়ান কাপ বাছাইয়ে শতভাগ জয়ে গ্রুপ পর্ব অভিযান শেষ করেছে বাংলাদেশ দল। ইয়াঙ্গুনে আজ নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে বিধ্বস্ত করে পিটার বাটলারের দল। এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট আগেই কেটেছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে তাই ফুটবলটা উপভোগ করতে দেখা গেল ঋতুপর্ণাদের। ছবির গল্পে আসুন দেখে নিই সেসব টুকরো মুহূর্ত—
১ / ১০
তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবু মাঠে নামার আগে ঋতুপর্ণা ও মনিকা চাকমাদের চোখেমুখে জয়ের দৃঢ়প্রত্যয়।
বাফুফের ফেসবুক পেজ
২ / ১০
ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশের সমর্থকেরাও ছিলেন। ঋতুপর্ণাদের গোলবন্যা তাঁরা ভালোই উপভোগ করেছেন
বাফুফের ফেসবুক পেজ
৩ / ১০
গোলের আনন্দ মেয়েদের। এমন আনন্দে সাতবার ভেসেছে বাংলাদেশ দল
বাফুফের ফেসবুক পেজ
৪ / ১০
প্রথমার্ধে প্রতিপক্ষকে তছনছ করে দেওয়ার হাসি মেয়েদের মুখে। দুর্দান্ত ফুটবল খেলে জয়টা আসলে প্রথমার্ধেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ দল। প্রথমার্ধেই করেছে ৭ গোল
বাফুফের ফেসবুক পেজ
৫ / ১০
তুর্কমেনিস্তানের মেয়েদের এমন কড়া পাহারাতে রেখেছিল বাংলাদেশ দল
বাফুফের ফেসবুক পেজ
৬ / ১০
জাতীয় সংগীতের সময় ডাগআউটের আসন থেকে উঠে দাঁড়ায় বাংলাদেশের কোচিং স্টাফ। সবার বাঁয়ে কোচ পিটার বাটলার
বাফুফের ফেসবুক পেজ
৭ / ১০
ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে ঋতুপর্ণাদের হাত মেলানোর সময় একটি মুহূর্ত
বাফুফের ফেসবুক পেজ
৮ / ১০
ঋতুপর্ণার গোলের পর দুই সতীর্থকে নিয়ে তাঁর উদ্‌যাপন। জোড়া গোল করে দারুণ ফর্ম ধরে রেখেছেন ঋতুপর্ণা
বাফুফের ফেসবুক পেজ
৯ / ১০
কী দারুণ এক ফ্রেম! জয়ের পর কোচিং স্টাফসহ বাংলাদেশ দল
বাফুফের ফেসবুক পেজ
১০ / ১০
ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও তহুরা চাইলে এ ছবিটি ফ্রেমে বাঁধিয়ে রাখতে পারেন। গোলের পর মুক্তার ঝিলিকের মতো হাসি ঝরল তাঁদের মুখে
বাফুফের ফেসবুক পেজ