বাবর জানেন, ক্রিকেট ব্রডকে মনে রাখবে

স্টুয়ার্ট ব্রডকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতো করে বিদায় দিচ্ছেন ক্রিকেটাররা। চোটে পড়া ইবাদত মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৫
শেষবারের মতো ব্যাটিং করতে নামছেন স্টুয়ার্ট ব্রড, সঙ্গী সেই অ্যান্ডারসন। পেছন থেকে তোলা ছবিতে স্পষ্ট দুজনের জার্সি নম্বর—ব্রডের ৮, অ্যান্ডারসনের ৯। ইনস্টাগ্রামে এই ছবিটি শেয়ার করে ব্রডকে বিদায় বলেছেন অ্যান্ডারসন।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৫
স্টিভ স্মিথ খুব একটা ভুল কিছু আশা করেননি! ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে স্মিথ লিখেছেন, ‘আশা করছি সবাই আনন্দিত হয়েছেন।’
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৫
ইংল্যান্ড ভালো খেলেছে, তবে অ্যাশেজ কিন্তু ইংল্যান্ড জেতেনি। সিরিজ ড্র হওয়ায় অ্যাশেজটা কিন্তু ধরে রেখেছে অস্ট্রেলিয়াই। অধিনায়ক প্যাট কামিন্স যেন ইনস্টাগ্রাম পোস্টে ‘অ্যাশেজ রিটেইনড’ লিখে সেটাই মনে করিয়ে দিলেন।
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৫
ঘুরেফিরে সময়টা দারুণ কাটছে শচীন টেন্ডুলকারের। গ্রেট ব্রিটেনের তেমন একটা মুহূর্ত শেয়ার করেছেন শচীন।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৫
৬০৪ উইকেট! টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতায় আর কেউ ৬০০ উইকেটের মালিক হতে পারবেন কি না, কে জানে! পাকিস্তান অধিনায়ক বাবর আজমও ব্রডের এমন কীর্তি অসাধারণ কিছু বলেই মনে করেন। বাবরের মতে, ক্রিকেট ব্রডকে মনে রাখবে।
ছবি: ইনস্টাগ্রাম