মেলবোর্নের গ্যালারিতে কত রঙের সমাহার, কত রকমের সাজ

ফাইনাল নিশ্চিত হওয়ার পর ওয়াসিম আকরাম বলেছিলেন, মেলবোর্নে পাকিস্তান ইংল্যান্ডের চেয়ে বেশি সমর্থন পাবে। কিংবদন্তি আকরামের কথার সত্যতা মিলল আজ। মেলবোর্নের গ্যালারিতে ঢল নেমেছে পাকিস্তানি সমর্থকদের। মেলবোর্নে পাকিস্তান-ইংল্যান্ডে ফাইনাল উপভোগ করতে আসা সেই সব দর্শকদের নির্বাচিত ছ—
১ / ৭
কারও হাতে পতাকা, কারও হাত বুকে। গাওয়া হচ্ছে পাকিস্তান দলের জাতীয় সংগীত। পাকিস্তান সমর্থকদের আবেগও যেন বাঁধ মানছিল না
ছবি: শামসুল হক
২ / ৭
নিজেদের সবুজ পোশাকে রাঙিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে এসেছে পাকিস্তান সমর্থকেরা। পোস্টারে ’৯২-এর বিশ্বকাপ ট্রফি হাতে ইমরান খান ও বাবর আজম । আর লেখা , ‘দেজা ভু। বাবর, ইমরানের জন্য এটা জেত’
ছবি: শামসুল হক
৩ / ৭
’৯২-এর পুনরাবৃত্তি চেয়ে পোস্টার হাতে এসেছেন এক পাকিস্তান সমর্থক
ছবি: শামসুল হক
৪ / ৭
গ্যালারির বাইরে অন্য এক দর্শককে দেখা গেছে ভারত-পাকিস্তানের পতাকা জড়িয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে
ছবি: শামসুল হক
৫ / ৭
মেলবোর্নের গ্যালারি ভারত-পাকিস্তানের বৈরিতা ভোলার ডাকও দিয়েছে। ভারত-পাকিস্তানের পতাকা আঁকা পোস্টার নিয়ে উপস্থিত এক দর্শক। সেখানে লেখা, ‘ইংল্যান্ড ১৯৪৭ সালে ভাগ করে দিয়েছিল, ক্রিকেট মিলিয়েছে সব সময়ের জন্য’
ছবি: শামসুল হক
৬ / ৭
সমর্থকদের নিয়ে পাকিস্তানি পেসার হাসনাইনের সেলফি
ছবি: শামসুল হক
৭ / ৭
পাকিস্তানের পতাকা হাতে বর্ণিল সাজে দলকে সমর্থন দিতে এসেছে শিশু-কিশোররাও
ছবি: শামসুল হক