আইপিএলে হার্দিক ‘অ্যানিমেল’, ঈশান–জাদেজা ‘পুষ্পা’

আইপিএল শুরু হতে বাকি এখনো ১০ দিন। এর মধ্যেই ক্রিকেটাররা দলগুলোতে যোগ দিচ্ছেন। কেউ হয়ে আসছেন ভারতীয় সিনেমার ‘অ্যানিমেল’, কেউ ‘পুষ্পা’ চরিত্রে। আইপিএলে যোগ দেওয়া ক্রিকেটারদের ছবি নিয়ে আজকের এই আয়োজন—
১ / ১০
সুখী পরিবার? হ্যাঁ, চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের ছবিটি তাই বলছে। ছবিতে থাকা শিবম দুবে আগে থেকেই আছেন চেন্নাইতে। এবার যোগ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, বিজয় শংকর ও রাহুল ত্রিপাঠী
চেন্নাই সুপার কিংস
২ / ১০
অন্য লিগগুলোতে তো আন্দ্রে রাসেলকে পাওয়াই যায় দু-এক ম্যাচের জন্য। আইপিএল দলে যোগ দিলেন ১০ দিন আগেই
কলকাতা নাইট রাইডার্স
৩ / ১০
দৃশ্যটি পরিচিত। মাইলফলকে পৌঁছানোর পর এভাবেই উদ্‌যাপন করেন অভিষেক শর্মা। এমন উদ্‌যাপন করতে করতেই ফটোসেশনে অভিষেক
সানরাইজার্স হায়দরাবাদ
৪ / ১০
কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানেকে যেভাবে বরণ করে নিচ্ছে কলকাতা
কলকাতা নাইট রাইডার্স
৫ / ১০
‘থালা’র পরিবারের সঙ্গে ‘চিন্না থালা’র পরিবার। তামিল ভাষায় ‘থালা’ মানে নেতা। আর ‘চিন্না থালা’ মানে ছোট নেতা। চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনিকে থালা নামে ডাকা হয়। আর চিন্না থালা নামটি সুরেশ রায়নার
চেন্নাই সুপার কিংস
৬ / ১০
কলকাতার তিনটি ট্রফির সঙ্গে নতুন সেনসেশন রিংকু সিং
কলকাতা নাইট রাইডার্স
৭ / ১০
জাড্ডু শুধু নামই নয়, জাড্ডু মানে ব্র্যান্ড। দলে যোগ দিয়ে যেন পুষ্পার আল্লু অর্জুন হয়ে গেলেন রবীন্দ্র জাদেজা
চেন্নাই সুপার কিংস
৮ / ১০
না, নতুন কোনো মডেল নয়। তিনি কলকাতার ব্যাটসম্যান রামানদীপ সিং
কলকাতা নাইট রাইডার্স
৯ / ১০
পুষ্পা হয়ে নতুন দলে ভারতীয় ওপেনার ঈশান কিষান। এবার এই ওপেনার খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে
সানরাইজার্স হায়দরাবাদ
১০ / ১০
পুষ্পা নয়, মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সেজেছেন অ্যানিমেলের ‘রণবিজয়’
মুম্বাই ইন্ডিয়ানস