গোল মিসের মহড়া দিয়েও আর্জেন্টাইন কোচের প্রথম পছন্দ লাওতারো

আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজছবি : ফিফা

‘আর্জেন্টিনা আরেকজন গঞ্জালো হিগুয়েইনকে পেয়ে গেছে’—অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একের পর এক সুবর্ণ সুযোগ নষ্টের পর লাওতারো মার্তিনেজকে নিয়ে এভাবেই ট্রল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ক্লাব ফুটবলে গোলবন্যা বইয়ে দেওয়া হিগুয়েইন যেমন জাতীয় দল আর্জেন্টিনার জার্সি গায়ে পরলে গোল করতে ভুলে যেতেন, সেদিন লাওতারোও একই কাণ্ড করে বসেন।

ম্যাচের তখন ৭১ মিনিট। আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে। দলের দ্বিতীয় গোল করা হুলিয়ান আলভারেজকে তুলে নিয়ে লাওতারোকে নামান কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার সমর্থকেরা এতে খুশিই হয়েছিলেন। ইন্টার মিলান স্ট্রাইকার দলকে আরও গোল এনে দেবেন বলেই ভেবেছিলেন তাঁরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের সুবর্ণ সুযোগও কাজে লাগাতে পারেননি লাওতারো মার্তিনেজ
ছবি : এএফপি

সমর্থকদের ধারণা ভুল প্রমাণ করে একের পর এক সুবর্ণ সুযোগ মিস করেন লাওতারো। তাঁকে দিয়ে বিশ্বকাপের প্রথম গোল করাতে লিওনেল মেসি একাধিকবার নিঃস্বার্থভাবে পাস বাড়িয়েছেন। তবু অস্ট্রেলিয়ার জাল কাঁপাতে পারেননি লাওতারো। তাঁর খেলা দেখে কেউ কেউ এতটাই হতাশ যে বাদ দেওয়ার দাবি তুলেছেন।

আরও পড়ুন

আলবিসেলেস্তে সমর্থকদের চাওয়া পূরণ তো হচ্ছেই না; উল্টো আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই খেলবেন লাওতারো। স্কালোনি নাকি একজন স্ট্রাইকার বেশি খেলানোর চিন্তা করছেন। আক্রমণভাগে লাওতারোর পাশে খেলবেন আলভারেজ, মেসি থাকবেন একটু পেছনে।
টিওয়াইসি স্পোর্টস একটি সুখবর দিয়েছে। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আনহেল দি মারিয়া। সব ঠিক থাকলে কোয়ার্টার ফাইনালে খেলবেন তারকা উইঙ্গার। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন পাপু গোমেজ। তবে স্কালোনি যদি দুই স্ট্রাইকার খেলানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন, তাহলে জায়গা ধরে রাখবেন গোমেজ।

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আনহেল দি মারিয়া
ছবি : এএফপি

দুঃসময়ে লাওতারো অবশ্য পাশে পেয়েছেন তাঁর এজেন্ট আলেহান্দ্রো কামাচোকে। অস্ট্রেলিয়া ম্যাচে লাওতারোর সুযোগ নষ্টের কারণ ব্যাখ্যায় রেডিও স্টেশন লা রেডকে বলেছেন, ‘অ্যাঙ্কেলে গুরুতর চোট নিয়ে ওকে খেলতে হয়েছে। এ কারণে শতভাগ দিতে পারেনি।’

কামাচোর বিশ্বাস, কোয়ার্টার ফাইনালের আগেই পুরোপুরি সেরে উঠবেন লাওতারো, ‘ব্যথা দূর করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। একবার সেরে উঠলে মাঠে ওকে উড়তে দেখবেন। ও একজন বিশ্বমানের গোলদাতা।’

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল সামনে রেখে অনুশীলনে লাওতারো মার্তিনেজ
ছবি : এএফপি

আলভারেজের সঙ্গে লাওতারোর প্রতিযোগিতাকে ইতিবাচক মনে করছেন কামাচো, ‘ওদের প্রতিযোগিতা দলকে আরও শক্তিশালী করেছে। এটা একে-অপরকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করবে।’