টি–টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে বাবর–আফ্রিদিরা, মার্তিনেজের ‘ভালোবাসা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে পোজ দিয়েছেন চার পাকিস্তানি ক্রিকেটার। এমিলিয়ানো মার্তিনেজের ভালোবাসার সঙ্গী। পিএসজির ম্যাচের আগে রঙিন প্যারিস। ইপসউইচের উদ্‌যাপন আর আবদুর রাজ্জাক ও মুশতাক আহমেদের আড্ডা। মাঠ আর মাঠের বাইরে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৬
ছাদখোলা বাসে নেচে-গেয়ে ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন উদ্‌যাপন করেছে ইপসউইচ টাউন
রয়টার্স
২ / ৬
দুজনই সাবেক স্পিনার। আবদুর রাজ্জাক প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশকে এবং মুশতাক আহমেদ পাকিস্তানকে। রাজ্জাক বর্তমানে বাংলাদেশ দলের নির্বাচক আর মুশতাক স্পিনিং বোলিং কোচ। আজ বাংলাদেশের অনুশীলনের ফাঁকে এভাবেই আলাপে মশগুল হয়েছেন দুজন
শামসুল হক
৩ / ৬
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে পিএসজি-বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচ সামনে রেখে এভাবেই সেজেছে প্যারিস
এক্স
৪ / ৬
ছবির ক্যাপশনেই সব বলে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা’
ইনস্টাগ্রাম
৫ / ৬
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে পিএসজির অনুশীলনে এনরিকে-এমবাপ্পেরা
রয়টার্স
৬ / ৬
টি–টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে পোজ দিয়েছেন চার পাকিস্তানি ক্রিকেটার (বাঁ থেকে) মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজম
পিসিবি