মুখ ঢেকে উদ্‌যাপন করছেন কে

ফিফা ক্লাব বিশ্বকাপের ঘটনাবহুল শেষ দুই কোয়ার্টার ফাইনালের নির্বাচিত কিছু মুহূর্ত, লিভারপুলের প্রয়াত ফুটবলার দিয়োগো জোতার প্রতি শ্রদ্ধা আর নেইমারের পরিবারের নতুন অতিথিকে নিয়েই আজকের ফটো ফিচার—
১ / ১১
সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুলের প্রয়াত ফুটবলার দিয়োগো জোতাকে শ্রদ্ধা জানাতে আজও অ্যানফিল্ডের বাইরে ফুল নিয়ে হাজির হয়েছেন ভক্তরা
রয়টার্স
২ / ১১
ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ–বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচেও জোতাকে স্মরণ করা হয়েছে। ‘শান্তিতে ঘুমাও দিয়োগো জোতা। বিশ্ব ফুটবল তোমার জন্য কাঁদছে’ লেখা প্ল্যাকার্ড হাতে এক দর্শক
রয়টার্স
৩ / ১১
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের দর্শনীয় গোলের মুহূর্ত
রয়টার্স
৪ / ১১
চতুর্থবারের মতো বাবা হয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার পরিবারে বইছে খুশির জোয়ার
ইনস্টাগ্রাম
৫ / ১১
বল নিয়ে কারিকুরি ভিনসেন্ট কোম্পানির। সম্ভব হলে বায়ার্ন মিউনিখ কোচ হয়তো নিজেই খেলতে নেমে যেতেন
এএফপি
৬ / ১১
পিএসজি–বায়ার্ন ম্যাচের একপর্যায়ে রেফারি অ্যান্থনি টেলরের সঙ্গে তর্কে জড়ান ভিনসেন্ট কোম্পানি
এএফপি
৭ / ১১
বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালার সঙ্গে পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার সংঘর্ষের মুহূর্ত
রয়টার্স
৮ / ১১
গুরুতর আঘাত পাওয়ার পর এভাবেই কাতরাচ্ছিলেন জামাল মুসিয়ালা। বাঁ পায়ের অ্যাঙ্কেলের হাড় ভেঙে যাওয়ায় ও পায়ের কয়েকটি লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তাঁকে কমপক্ষে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে
রয়টার্স
৯ / ১১
স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময়ও কাঁদছিলেন মুসিয়ালা
রয়টার্স
১০ / ১১
পিএসজির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালই বায়ার্নের জার্সিতে শেষ ম্যাচ হয়ে রইল টমাস মুলারের
এএফপি
১১ / ১১
দেজিরে দুয়ের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর জার্সি দিয়ে মুখ ঢেকে উদ্‌যাপন করেন দলটির গোলকিপার দোন্নারুম্মা
এএফপি