লিওনেল মেসির পিএসজি–অধ্যায় শেষ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগময় বার্তা পোস্ট করেছেন নেইমার, জবাব দিয়েছেন মেসিও। রিয়াল মাদ্রিদ ছাড়তে যাওয়া করিম বেনজেমাকে পোস্ট করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এদিকে আবার যুক্তরাষ্ট্রে আনন্দময় সময় কাটছে বাবর–রিজওয়ানের, উসমান খাজার লন্ডনে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
সিঙ্গাপুরে দুই দিনের সফরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক ফাঁকে খেলেছেন প্যাডেল স্পোর্টও। ছবিটি পোস্ট করে জানিয়েছেন, শিগগিরই এশিয়ায় ফিরছেন!
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
সমুদ্রসৈকতে মেয়েকে নিয়ে মোহাম্মদ সালাহ
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
দুই দিন পরই ওভালে ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে স্ত্রী–সন্তানসহ লন্ডনের রাস্তায় অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড–ম্যানচেস্টার সিটি এফএ কাপ ফাইনাল দেখতে ওয়েম্বলিতে ছিলেন যুবরাজ সিং। একপর্যায়ে নেমে পড়েন মাঠেও
ছবি: টুইটার
৫ / ৭
ছবিটি দিয়ে বেনজেমাকে নিয়ে আবেগপ্রবণ ভিনিসিয়ুস জুনিয়র লিখেছেন, ‘বেনজভিনি, ভিনজেমা ...যেটাই হোক, ব্যাপারটা সব সময় একই—গোল, হাসি, ট্রফি আর সবচেয়ে বড় কথা শেখা। যখন ২০১৮ সালে সাও গনসালো থেকে লাজুক ছেলেটা মাদ্রিদে এল, তখন তুমিই প্রথম ব্যক্তি, যে আমাকে গ্রহণ করেছ। এটা আমি কখনোই ভুলব না। আমি তোমার সঙ্গে বেড়ে উঠেছি। আমরা স্পেন, ইউরোপ হয়ে বিশ্ব জিতলাম একসঙ্গে। অপার গর্ব নিয়ে তোমার ব্যালন ডি অরে অভিবাদন জানানোর সুযোগ হয়েছে আমার। এই ‘অন্ধকারের জুটি’র সমাপ্তি ঘটল বাস্তব জীবনে। আমাদের ভিডিওগুলো অনুপ্রেরণা হয়ে আর অবিস্মরণীয় সময় স্মৃতি হয়ে সব সময় আমার সঙ্গে থাকবে। করিম, তোমাকে আমরা খুবই মিস করব।’
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
হার্ভার্ড বিজনেস স্কুলে ‘দ্য বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস’ প্রোগ্রামে অংশ নিতে গিয়েছিলেন বাবর আজম–মোহাম্মদ রিজওয়ান। বোস্টনে অবস্থিত ক্যাম্পাসে তোলা ছবিটি পোস্ট করেছেন বাবর
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
ছবিটি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘ব্রাদার, যেভাবে ভেবেছিলাম সেভাবে হয়নি, তবে আমরা সব চেষ্টাই করেছিলাম। তোমার সঙ্গে আরও দুটি বছর কাটাতে পারাটা আনন্দের ছিল। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। ভালো থেকে। আমি তোমায় ভালোবাসি।’ মন্তব্যের ঘরে মেসি লিখেছেন, ‘ধন্যবাদ নেইমার। যা কিছু বাকি রয়ে গেল তা বাদেও, আরও একবার আমরা একসঙ্গে খেলাটা উপভোগ করেছি, দিনগুলো ভাগাভাগি করে নিয়েছি। তোমার জন্য শুভকামনা থাকল। খ্যাপাটে আচরণের তুমি একজন সুন্দর মানুষ, আর এটাই দিন শেষে বড় কথা। আমি তোমাকে খুবই ভালোবাসি।’
ছবি: ইনস্টাগ্রাম